ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরার ইতালিয়ান সেলুন

প্রকাশিত: ০৭:৪৪, ২৫ আগস্ট ২০১৮

 মাগুরার ইতালিয়ান সেলুন

মাগুরায় হাটের দিনে খোলা আকাশের নিচের ইতালিয়ান সেলুন এখনও স্বল্প আয়ের মানুষের কাছে সমান জনপ্রিয়। গ্রামের সাধারণ মানুষ এই সেলুন থেকে চুলকাটা ও দাড়ি সেভ করে থাকেন। চুল ও দাড়ি সেভ ২০ টাকা এবং শুধু সেভ ১০ টাকা। তবে এই সেলুনের বৈশিষ্ট্য হলো খোলা আকাশের নিচে ইট অথবা টুলে বসে চুল কাটা অথবা দাড়ি সেভ করতে হয়। জেলার বিভিন্ন গ্রামের প্রতি হাটের দিনে এই সেলুনে লাইন লেগে যায়। অন্যদিকে নর সুন্দর যাদের সেলুন করার পুঁজি নেই তারা বিনা পুঁজিতে হাটের দিনে ইতালিয়ান সেলুন পেতে বাড়তি আয় করেন। যে আয় হয় তা দিয়ে তাদের সংসার চলে। একজন নরসুন্দরের প্রতিহাটে ৩শ’ টাকার মতো আয় হয়। বিনা পুঁজিতে যা হয় তাতেই তারা খুশি। জেলার ৩৬টি ইউপির বিভিন্ন হাটে ৫ শতাধিক ইতালিয়ান সেলুন বসে । সারা বছরই ইতালিয়ান সেলুনের ব্যস্ততা থাকে। যারা সেলুনে গিয়ে সেভ ২০-৩০ টাকা এবং চুল কাটা ৩০-৪০ টাকা দিতে পারে না তাদের কাছে আজও ইতালিয়ান সেলুন সমান জনপ্রিয়। জেলার বিভিন্ন হাটে গেলে দেখা যায় হাটের মধ্যে ইট অথবা টুলে বসে খোলা আকাশের নিচে চলছে সেলুনের কাজ। গ্রামের স্বল্প আয়ের সাধারণ মানুষ চুল কাটা অথবা সেভ করার জন্য হাটের দিনের জন্য অপেক্ষায় থাকেন। -সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×