ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যত্রতত্র যাত্রী ওঠানামা করায় বাড়ছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৭:৩৯, ২৫ আগস্ট ২০১৮

 যত্রতত্র যাত্রী ওঠানামা করায় বাড়ছে দুর্ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ গণপরিবহনে যত্রতত্র যাত্রী ওঠানামা করায় যেমন বাড়ছে যানজট, তেমনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, সুশৃঙ্খল নিয়মের অভাবেই ঝুঁকি নিয়ে যাত্রীরা বাসে ওঠা-নামা করছেন। কেবল রাজনৈতিক সদিচ্ছায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলেও মনে করেন তারা। বাস মালিক সমিতি বলছে, পর্যাপ্ত বাস স্টপেজ না থাকায় চালকরা বাধ্য হচ্ছে যত্রতত্র যাত্রী ওঠা-নামা করাতে। রাজধানীর ফার্মগেট। চলন্ত বাস থেকে টলোমলো পায়ে চরম ঝুঁকি নিয়ে পথে নামলেন রফিকুল ইসলাম। কেন ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন, জানতে চাইলে সহজ স্বীকারোক্তিতে দায় চাপালেন চালক হেল্পারের ওপর। ‘আমি নামতে চাচ্ছিলাম না। কিন্তু ওরা প্যাসেঞ্জার পাওয়ার জন্য নামতে বলেছিল। এজন্য আমি নেমে এসেছি।’ বলছিলেন রফিকুল ইসলাম। রাজধানীতে এমন চিত্র দেখা যায় হরহামেশাই। আর যাত্রীদের ক্ষোভ বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিতে হচ্ছে তাদের। এক যাত্রী বলেন, ‘দুর্ঘটনা ঘটতে পারে আমার মাথায় ছিল না। নামতে হবে তাই যেকোনভাবে আমি নেমে গেছি।’ তবে চালকরা বলছেন ভিন্ন কথা। বাস স্টপেজে দাঁড়িয়ে যাত্রী তুলতে দেন না খোদ ট্রাফিক পুলিশ। তাই তারাও বাধ্য হচ্ছে যেখানে সেখানে যাত্রী ওঠা নামা করতে। যাত্রী ও চালক একে অপরকে দোষারোপ করলেও বিশেষজ্ঞরা বলছে, রুট পারমিট দেয়ার পদ্ধতিতে ত্রুটির কারণেই নিয়ম নীতি মানছে না কেউ। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, ‘যারা রুট পারমিট দেয় তারা একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করে যাত্রী ধরার একটা প্লানিং করেছে। সবাইকে যদি এক ছাতার নিচে নিয়ে এসে এক রংয়ের বাস যদি দেয়া যায়, দিনের শেষে যদি যারা যার শেয়ার নেয়া যায় এবং চালককে ব্যবসা করতে না দিয়ে তাকে যদি বেতনভুক্ত করা যায় তাহলে একটা দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে।’
×