ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ০৭:৩৭, ২৫ আগস্ট ২০১৮

 হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৪ আগস্ট ॥ কোটি টাকা আয়ের জলমহালের হিসাব-নিকেশ, অভ্যন্তরীণ পঞ্চায়েত বিরোধ, বিতর্কিত কয়েক মাতব্বর নিয়ে গঠিত শওকত গ্রুপের প্রতিশোধ স্পৃহা-হামলার ঘটনা নিয়ে শুক্রবার সন্ধ্যায় বাহুবলের খাগাউড়া এলাকার রইছগঞ্জ বাজারে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় জুনায়েদ মিয়া (৩২) নামে এক যুবক নিহত ও অর্ধ শতাধিক আহত হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যালে চিকিৎসা দেয়া হচ্ছে। রাত সোয়া আটটার দিকে মুমূর্ষু অবস্থায় সিলেটে নেয়ার পথে জুনায়েদ মৃত্যুর কোলে ঢোলে পড়ে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে খাগাউড়া গ্রামে পঞ্চায়েত সংক্রান্ত বিষয়াদি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছিল। এলাকার প্রভাবশালী ব্যক্তি শওকত গ্রুপ কোটি টাকা আয়ের একটি স্থানীয় জলমহাল ব্যবহার করে আসছিল। জলমহালের আয় সংক্রান্ত হিসাব দাবি করছিল গ্রামের অপর পক্ষের লোকজন। এ নিয়ে সৃষ্ট বিরোধের। একপর্যায়ে শওকত গ্রুপের বিরুদ্ধে মামলা করে অপরপক্ষ। শওকত গ্রুপের চার মাতব্বর জামিনে মুক্তি মুক্তি পেয়ে জেলা থেকে বেরিয়েই প্রতিশোধ নিতে শুক্রবার সন্ধ্যায় সশস্ত্র অবস্থায় খাগাউড়া গ্রামে ঢুকে গ্রামবাসী ওপর হামলা চালায়। দু’পক্ষের লোকজন হতাহত হয়। সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রাম পুলিশী নিয়ন্ত্রণে। তবে উক্ত মৃত্যুর খবর পৌঁছামাত্র সব উত্তেজনার সৃষ্টি হয়েছে।
×