ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুনর্বাসন কেন্দ্রে মাদকসেবীকে হত্যার অভিযোগ, কেন্দ্র চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০৭:৩৬, ২৫ আগস্ট ২০১৮

পুনর্বাসন কেন্দ্রে মাদকসেবীকে হত্যার অভিযোগ, কেন্দ্র চেয়ারম্যান আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দারুস সালামে পুনর্বাসন কেন্দ্রে এক মাদকসেবী যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুলিশ ‘নিউ অনুসন্ধান’ নামে রিহ্যাব সেন্টারের (পুনর্বাসন কেন্দ্র) চেয়ারম্যান ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে। থানা পুলিশ জানায়, কয়েকদিন আগে মাদক সেবনে অসুস্থ রিক্সাচালক জাহাঙ্গীরকে (৩০) জাহানাবাদ এলাকার ২৯/১ নম্বর ‘নিউ অনুসন্ধান’ রিহ্যাব সেন্টারে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোররাতে ওই পুনর্বাসন কেন্দ্র থেকে জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিহত জাহাঙ্গীরের গ্রামের বাড়ি ভোলায়। তিনি হরিরামপুরে বসবাস করতেন। এ ঘটনার পর নিহতের মা মালেকা বেগম বাদী হয়ে ‘নিউ অনুসন্ধান’ রিহ্যাব সেন্টারের (পুনর্বাসন কেন্দ্র) বিরুদ্ধে মাদকসেবন ও মারধর করে হত্যার অভিযোগ তুলে দারুস সালাম থানায় মামলা করেন (৪২)। মামলায় রিহ্যাব সেন্টারের চেয়ারম্যান ইয়াছিন আলীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন কুমার বলেন, ইয়াছিন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এসআই স্বপন জানান, জাহাঙ্গীরের লাশের সুরতহাল করার সময় তার বাম পায়ে মারধরের চিহ্ন ও রক্তজমাট দেখা গেছে। তবে মৃত্যুর কারণ চিকিৎসক বলতে পারবেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। তিনি জানান, নিহত জাহাঙ্গীর আগে থেকে মাদকসেবন করতেন। তবে তাকে রিহ্যাব সেন্টারের ভর্তি করা হলেও সে বিষয়ে পরিবার কিছু জানতে না। মৃত্যুর সংবাদ পেয়ে তার পরিবার ঢাকায় ছুটে আসে।
×