ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবদের স্পিন পরামর্শক থাকছেন না জোসি

প্রকাশিত: ০৭:২৯, ২৫ আগস্ট ২০১৮

 সাকিবদের স্পিন পরামর্শক থাকছেন না জোসি

স্পোর্টস রিপোর্টার ॥ সামনেই এশিয়া কাপ। এবার এশিয়া কাপ হবে সংযুক্ত আরব আমিরাতে। একজন ভাল স্পিন কোচ বা পরামর্শক খুব দরকার। ঠিক এমন মুহূর্তেই বড় এক ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। স্পিন কোচ সুনীল জোসি আর বাংলাদেশ দলের স্পিন পরামর্শক থাকছেন না। এশিয়া কাপে জোসিকে পাচ্ছে না বাংলাদেশ দল। তিনি নিজ দেশ ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যোগ দিতে যাচ্ছেন। গত বছর আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছিলেন সুনীল জোসি। ২০০০ সালে বাংলাদেশ যখন ভারতের বিপক্ষে নিজেদের ইতিহাসের প্রথম টেস্ট খেলে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন জোসি। ভারতের হয়ে ১৫ টেস্ট খেলে তার টেস্ট ক্যারিয়ারের একমাত্র ৫ উইকেট নেয়া নৈপুণ্য এটি । এমন এক স্পিন কোচকে আসন্ন এশিয়া কাপ থেকে পাচ্ছে না বাংলাদেশ। ভারতীয় মিডিয়া বিসিবির সূত্র দিয়ে এমন সংবাদই ছেপেছে। ৪৮ বছর বয়সী জোসি নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবির একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে, ‘আমরা জানতে পেরেছি তিনি ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কাজ করতে যাচ্ছেন। যদি তাই হয় তবে এক্ষেত্রে আমরা তাকে আর পাচ্ছি না।’ ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দেন জোসি। শ্রীলঙ্কান রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ান লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি। অসুস্থতার কারণ দেখিয়ে ম্যাকগিল দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে জোসিকে নিয়োগ দেয় বিসিবি। জাসি ভারতীয় দলের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলেছেন। টেস্টে তার উইকেট সংখ্যা ৪১টি, ওয়ানডেতে ৬৭টি। এশিয়া কাপকে সামনে রেখে সোমবার থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে এবারের এশিয়া কাপ হবে ওয়ানডে ফরমেটে। ৬ দল নিয়ে হবে এবারের আসর। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে থাকবে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। সংযুক্ত আরব আমিরাতের উইকেটে স্পিন ভাল ধরে। স্পিনারদের গুরুত্ব অনেক বেশি। এমন মুহূর্তে বাংলাদেশ দল থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন জোসি। বাংলাদেশ দলের স্পিন পরামর্শক থাকছেন না জোসি।
×