ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শুরুতেই নজর কাড়লেন রিচার্লিসন

প্রকাশিত: ০৭:২৯, ২৫ আগস্ট ২০১৮

 শুরুতেই নজর কাড়লেন রিচার্লিসন

স্পোর্টস রিপোর্টার ॥ আমেরিকা মিনেইরো, ফ্লুমিনেন্সের পর গত বছরেই ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব ওয়ার্টফোর্ডে যোগ দেন রিচার্লিসন। কিন্তু নতুন ঠিকানায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এই ব্রাজিলিয়ান। ওয়ার্টফোর্ডের জার্সিতে প্রথম মৌসুমে ৩৮ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে মাত্র পাঁচবার বল জড়াতে সক্ষম হন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। তবে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ওয়ার্টফোর্ড থেকে এভারটনে যোগ দেন রিচার্লিসন। ওয়ার্টফোর্ড থেকে ৪০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তাকে কিনে আনে এভারটন। নতুন ক্লাবে দুর্দান্ত শুরু করেন ২১ বছর বয়সী এই ফুটবলার। উল্ভারহাম্পটনের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই আলো ছড়ান তরুণ প্রতিভাবান এই ফুটবলার। সেই ম্যাচে জোড়া গোল করেন তিনি। সাউদাম্পটনের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও গোল করেন রিচার্লিসন। অর্থাৎ দুই ম্যাচে নামের পাশে তিন গোল যোগ করেন ব্রাজিলের এই খেলোয়াড়। তার পারফর্মেন্সে ইতোমধ্যেই মুগ্ধ-বিমোহিত নতুন ক্লাব এভারটনের কর্তৃপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লীগে দুই ম্যাচের শেষে তিন গোল করেছেন আরও দু’জন। তারা হলেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও এ্যাগুয়েরো এবং লিভারপুলের সাদিও মানে। তবে এভারটনের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া। স্বপ্ন দেখছেন ইংলিশ প্রিমিয়ার লীগের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের করে নেয়ার। সেই সঙ্গে এভারটনকে চ্যাম্পিয়ন্স লীগে ফেরানোর স্বপ্নেও বিভোর এই ব্রাজিলিয়ান। শুধু তাই নয়, রিচার্লিসন ব্রাজিলের জাতীয় দলে জায়গা করে নিতে চান।
×