ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোনাল্ডো-জিদানকে ছাড়া কঠিন চ্যালেঞ্জ রিয়ালের

প্রকাশিত: ০৭:২৮, ২৫ আগস্ট ২০১৮

 রোনাল্ডো-জিদানকে ছাড়া কঠিন চ্যালেঞ্জ রিয়ালের

স্পোর্টস রিপোর্টার ॥ চ্যাম্পিয়ন্স লীগে ঐতিহাসিক হ্যাটট্রিক শিরোপা জয় করার পর আকাশে ওড়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের। অথচ নতুন মৌসুমের শুরুতেই নিদারুণ চাপে পড়েছে স্প্যানিশ পরাশক্তিরা। প্রথমে কোচ জিনেদিন জিদান ও পরে সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো দল ছেড়ে চলে যাওয়ায় বেশ বিপাকে গ্যালাক্টিকোরা। এ দু’জনকে ছাড়া শুরু হওয়া ২০১৮-১৯ মৌসুমে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে রিয়ালকে। আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে তাতে নিজ থেকেই হয়তো শিরোপাহীন থাকতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ পরাশক্তিদের কৌশল ও পরিবর্তনে তেমন আভাসই মিলছে। টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের পরই কোচ জিনেদিন জিদান চলে গেছেন। এরপর দল ছেড়েছেন সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। এরপর গ্যালাক্টিকোদের খুব একটা স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে না। মৌসুমের শুরুতেই হযবরল দেখাচ্ছে দলটিকে। এ প্রমাণ মিলেছে উয়েফা সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে। এস্তোনিয়ার শহর তাল্লিনের এলে কক এ্যারানায় অনুষ্ঠিত ম্যাচে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে এ্যাটলেটিকো। এই হারের পর অনেকেই মনে করছেন, পরাশক্তি রিয়াল মাদ্রিদের পতন শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, চলতি মৌসুম রিয়াল খুব একটা সিরিয়াস থাকবে না! এভাবে শিরোপা আসলে ভাল আর না পেলে আগামী মৌসুম থেকে নতুন পরিকল্পনা নিয়ে এগোবে। রিয়ালের সামনে সুযোগ ছিল টানা তিন সুপার কাপ জয়ের ইতিহাস গড়ার। কিন্তু সি আর সেভেনকে ছাড়া সেটা হয়নি। সুপার কাপে হারের পর রিয়াল মাদ্রিদ নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন দলটির নতুন কোচ জুলেন লোপেতেগি। তিনি বলেন, এই ফাইনালের জন্য ক্লাবের ক্রীড়ানীতির কোন পরিবর্তন আসেনি। এখন লা লিগা শুরু হচ্ছে যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিরোপা। আমাদের ভালভাবে শুরু করতেই হবে। রিয়াল বস বলেন, সুবিধা নেয়া যেতে পারে এমন ভুল থেকেই ফাইনালে পার্থক্য তৈরি হয়। আর এ্যাটলেটিকো এগুলো কাজে লাগাতে দক্ষ। আমাদের তাদের অভিনন্দন জানাতেই হবে, কারণ তারা যোগ্য দল হিসেবে জিতেছে। লোপেতেগি যাই বলুন না কেন, ১৯৪৮ সালের পর এত বড় ব্যবধানের হার দিয়ে রিয়াল মাদ্রিদে কোচিং শুরু করলেন কোন কোচ। শেষ এমন অভিজ্ঞতা ছিল মাইকেল কিপিংয়ের। মৃত্যু, কর আর ইউরোপিয়ান মঞ্চে এ্যাটলেটিকোর বিপক্ষে জয়; এতদিন পর্যন্ত রিয়াল সমর্থকদের জন্য এই তিনটি শব্দই ছিল অমোঘ সত্যের মতো। কিন্তু এক হারই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্তত বড় রকমের এক পালাবদল শুরু হচ্ছে সান্টিয়াগো বার্নাব্যুতে। রোনাল্ডো-জিদানবিহীন মৌসুমের শুরুই এখন বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট ক্লাবটির সমর্থকদের জন্য। ভিনিসিয়াস জুনিয়র, থিবো কুর্তোয়া ও আলভারো অদ্রিয়োলাÑ এবারের দলবদলে এই বড় প্রাপ্তি রিয়াল মাদ্রিদের। কিন্তু রোনাল্ডোর শূন্যস্থান পূরণে যথেষ্ট নয়। যারা হতে পারতেন যোগ্য বিকল্প সেই ইডেন হ্যাজার্ড, কিলিয়ান এমবাপে ও নেইমারকে ছুঁতে ব্যর্থ রিয়াল সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। এক শিরোপা হারানোয় নতুন কোচ জুলেন লোপেতেগির ওপর বিশ্বাস হারানোর কিছু নেই রিয়াল সভাপতির। দলবদলের মৌসুমে বড় কোন খেলোয়াড়ও তুলে দেয়া হয়নি তার হাতে। সামনে পড়ে আছে লম্বা এক মৌসুম। তবে এই হারই আবার ফ্লোরেন্টিনো পেরেজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে শীতকালীন দলবদলে বড় মানের খেলোয়াড়ের পেছনে ছুটতে হবে তাকে। রোনাল্ডো যাওয়ার পর তার মানের কাউকে আনতে না পারায় গ্যারেথ বেলকে বিকল্প হিসেবে ভাবছে রিয়াল। প্রাক মৌসুম প্রীতি ম্যাচে ওয়েলস তারকা কিছুটা আস্থার প্রতিদানও দিয়েছেন। কিন্তু রোনাল্ডোর বিকল্প হিসেবে তিনি কতটা কার্যকরী হবেন সেটা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। রিয়ালের ভাগ্যে তাই কি আছে সেটা দেখতে পুরো মৌসুম অপেক্ষা করা ছাড়া উপায় নেই।
×