ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

একক আধিপত্য চীনের

প্রকাশিত: ০৭:২৪, ২৫ আগস্ট ২০১৮

 একক আধিপত্য চীনের

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া মহাদেশের অলিম্পিকখ্যাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস। এই আসরে বরাবরই একক আধিপত্য দেখায় চীন। এবারও তাদের শ্রেষ্ঠত্বে শক্ত বাধা হয়ে দাঁড়াতে পারেনি কোন দেশ। শুক্রবার ষষ্ঠদিনের প্রতিযোগিতা চলার দিনে চীন এককভাবে শীর্ষে আছে সর্বাধিক পদক জিতে। তাদের সংগ্রহে ইতোমধ্যে জমা হয়েছে ৬৩ স্বর্ণ, ৪৫ রৌপ্য ও ২৫টি ব্রোঞ্জসহ ১৩৩টি পদক। দ্বিতীয় স্থানে থাকলেও জাপান কাছাকাছিও পৌঁছুতে পারেনি চীনের। তারা ২৯ স্বর্ণ, ২৯ রৌপ্য ও ৪১ ব্রোঞ্জসহ পেয়েছে ৯৯টি পদক। তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া ২০ স্বর্ণ, ২৫ রৌপ্য ও ২৮ ব্রোঞ্জসহ ৭৩টি পদক পেয়েছে। স্বাগতিক ইন্দোনেশিয়া আছে পদক তালিকার পঞ্চম স্থানে। ১৮তম এশিয়াডের আয়োজকরা ৯ স্বর্ণ, ৮ রৌপ্য ও ১৪ ব্রোঞ্জসহ পেয়েছে ৩১ পদক। মূলত সাঁতার, উশু আর রোয়িংয়ে দাপট দেখিয়েছে চীন। সাঁতারে এখন পর্যন্ত ১৭টি স্বর্ণ জিতেছে তারা। ষষ্ঠদিনে অবশ্য শেষদিনের প্রতিযোগিতা হয়েছে সাঁতার ইভেন্টের। এছাড়া উশুতে মোট ১৪টি স্বর্ণপদকের লড়াই শেষ হয়ে গেছে বৃহস্পতিবার। এর মধ্যে চীনের দখলে গেছে ১০ সোনা। বাকি দুই ইভেন্টে তারা রৌপ্যও জয় করেছে। উশুতে চীনের কতটা আধিপত্য এখানেই প্রমাণ পাওয়া যায়। এছাড়া রোয়িংয়ের ১৫ স্বর্ণের মধ্যে ৯টিই চীন দখলে নিয়েছে এবং আরেকটিতে জিতেছে রৌপ্য। আর্টিস্টিক জিমন্যাস্টিকসেও চীনের ছিল একক আধিপত্য। ১৪টি পদকের লড়াই শেষ হয়েছে শুক্রবার। এর মধ্যে চীন ৮টি স্বর্ণ জিতেছে, পেয়েছে ৪টিতে রৌপ্য ও ৪টিতে ব্রোঞ্জ। পরবর্তী যে ইভেন্টে চীনের কাছে প্রতিপক্ষরা পিছিয়ে পড়েছে সেটি হচ্ছে শূটিং। এই ইভেন্টে বৃহস্পতিবার পর্যন্ত ১৩ স্বর্ণের ফয়সালা হয়েছে যার মধ্যে চীনের ঝুড়িতে জমা হয়েছে ৭টি। ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জও পেয়েছে তারা। শুক্রবারসহ আরও ৩দিনে ৭টি স্বর্ণপদকের লড়াই হবে এ ইভেন্টে। গত তিনদিনে মোট ১০০টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই দখলে নিয়েছে চীন। সাইক্লিংয়ের মাইন্টেন বাইকে ১২, রোড রেসে ২, ব্যাডমিন্টনে ২, বোওলিংয়ে ২, ডাইভিংয়ের ড্রেসেজে ১, ফেন্সিংয়ে ৬, আর্টিস্টিক জিমন্যাস্টিকসে ৮, প্যারাগ্লাইডিংয়ে ৪, রোয়িংয়ে ৮, সেপাক্টাক্রতে ২, শূটিংয়ে ৭, স্পোর্টস ক্লাইম্বিংয়ে ২, সুইমিংয়ে ২১, তায়কোয়ান্দোতে ৭, ওয়াটার পোলোয় ১, ভারোত্তোলনে ৫, রেসলিংয়ে ৫ এবং উশুতে ১১টি স্বর্ণপদকের ফয়সালা হয়েছে। পূর্ববর্তী গেমসগুলোর মতোই যথারীতি এবারও দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে জাপান (২৯ স্বর্ণ) ও দক্ষিণ কোরিয়া (২০ স্বর্ণ)। তবে স্বাগতিক ইন্দোনেশিয়া এবার বেশ ভাল নৈপুণ্য দেখিয়েছে। এখন পর্যন্ত তারা পদক তালিকায় পঞ্চম স্থানে বেশ ভালভাবেই আছে। ৯টি স্বর্ণ জিতেছে তারা। প্যারাগ্লাইডিংয়ের ২টি স্বর্ণ তারা জিতেছে এবং মাইন্টেন বাইকের দুটি স্বর্ণপদকই তাদের দখলে। এছাড়া রোয়িং, উশু, স্পোর্ট ক্লাইম্বিং, তায়কোয়ান্দো ও ভারোত্তোলনে ১টি করে স্বর্ণপদক জিতেছে তারা। সবমিলিয়ে ৩১ পদক তাদের দখলে। চার নম্বরে আছে ইরান। তারা ১২ স্বর্ণ, ১ রৌপ্য ও ৮ ব্রোঞ্জসহ জিতেছে ৩১টি পদক। ভারত তেমন সুবিধা করতে পারেনি এখন পর্যন্ত। বেশ কয়েকটি ইভেন্টে পদক হাতছাড়া করে এই মুহূর্তে তালিকার ৭ নম্বরে তারা। ৬ স্বর্ণ, ৫ রৌপ্য ও ১৩ ব্রোঞ্জ জিতেছে ভারত। দুটি দেশ ৩টি করে এবং ৩টি দেশ ২টি করে ও ৮টি দেশ ১টি করে স্বর্ণপদক জিতেছে। সাঁতারে চীনের দাপট থাকলেও জাপানের ১৮ বছর বয়সী তরুণী রিকাকো ইকি সাড়া ফেলে দিয়েছেন। তিনি চলতি আসরে এখন পর্যন্ত ১০০ মিটার ফ্রিস্টাইল, ৫০ মিটার বাটারফ্লাই, ৪ী১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ৪ী১০০ মিটার মিডলে রিলেতে স্বর্ণপদক জিতে হৈচৈ ফেলে দিয়েছেন। এছাড়া মিশ্র মিডলে রিলে ও ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও রৌপ্য জিতে সবার নজর কেড়েছেন। শুক্রবার চলতি গেমসে নিজের ৮তম পদক জয়ের সুযোগ তার ৫০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। সেখানেও ফাইনালে উঠেছেন দাপটের সঙ্গেই।
×