ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুধুই হতাশার দিন

প্রকাশিত: ০৭:২৩, ২৫ আগস্ট ২০১৮

শুধুই হতাশার দিন

স্পোর্টস রিপোর্টার ॥ আগেই সন্দেহটা ছিল। এখন দিন দিন সেটা গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। কোন ‘অঘটন’ না ঘটলে এবারের এশিয়ান গেমসের আসর থেকে কোন পদক পাবে না বাংলাদেশ। যে তিনটি ইভেন্টে পদক জয়ের সম্ভাবনা ছিল সেগুলোর মধ্যে এবার ক্রিকেট ইভেন্ট এই আসরেই বাদ দেয়া হয়েছে। বাকি ছিল পুরুষ ও মহিলা কাবাডি। এই দুই ইভেন্টেও পদক ছাড়াই শূন্য হাতে বিদায় নিয়েছে বাংলাদেশ দল। বাকি ডিসিপ্লিনগুলোতেও তথৈবচ অবস্থা। এই যেমন শুক্রবার ভারোত্তোলন এবং শূটিং ইভেন্টের কথাই ধরা যাক। মহিলাদের ভারোত্তোলনে চরমভাবে ব্যর্থ হয়েছেন এসএ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। বাজে পারফর্মেন্স করে এশিয়ান গেমসে সাতজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে গত এপ্রিলে নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েছিলেন সীমান্ত। সেবার ৬৩ কেজি ওজন শ্রেণীতে তুলেছিলেন ১৮০ কেজি। অথচ জাকার্তায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে তিনি তুলেছেন এরচেয়ে ২ কেজি ওজন কম। মানে ১৭৮ কেজি (স্ন্যাচ ও ক্লিন এ্যান্ড জার্ক মিলিয়ে)। অথচ তার আগে আজারবাইজানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ১৭৯ কেজি ওজন তুলেছিলেন তিনি। ফল ঘোষণার পর সীমান্তর হতাশ ভাষ্য, ‘ঠিকমতো অনুশীলন হয়নি যা হয়েছে নিজের মতো করে। অনুশীলনে যথেষ্ট সুবিধা পাওয়া গেলে ভবিষ্যতে এরচেয়ে ভাল ফল হবে।’ এদিকে কোন সুখবর দিতে পারছে না বাংলাদেশ আরচার দলও। কোন বিভাগেই শেষ আটের বাধা টপকাতে পারেনি তারা। সর্বশেষ রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। জাপানের কাছে তারা হার মানেন ৫-১ সেটে। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে অসীম কুমারের সঙ্গে জুটি বেঁধে বন্যা আক্তার ১৫৪-১৪৯ পয়েন্টে হেরে যান ফিলিপাইনের জুটির কাছে। এর আগে বৃহস্পতিবার জিবিকে আরচারি ফিল্ডে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন রোমান সানা। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে হারেন ৬-২ সেটে। আর ইব্রাহিম শেখ চীনা প্রতিযোগীর কাছে হারেন একই ব্যবধানে। মেয়েদের রিকার্ভে সেরা ৩২-এ ওঠার লড়াইয়ে ইতি খাতুন ৬-৫ সেটে হেরে যান ফিলিপিন্সের প্রতিযোগীর কাছে। এছাড়া নাসরিন হারেন ৬-২ সেটে তাজিকিস্তানের প্রতিযোগীর কাছে।
×