ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ আগস্টের গ্রেনেড হামলা ইতিহাসে জঘন্যতম ॥ নাসিম

প্রকাশিত: ০৬:০২, ২৫ আগস্ট ২০১৮

 ২১ আগস্টের গ্রেনেড  হামলা ইতিহাসে জঘন্যতম ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ২১ আগস্টের গ্রেনেড হামলাকে ইতিহাসের জঘন্যতম মন্তব্য করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এই হামলা ছিল মূলত বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার পরিকল্পনা এবং বর্তমান প্রধানমন্ত্রী (সেই সময়ের বিরোধীদলীয় নেত্রী) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জঘন্য ষড়যন্ত্র। নারকীয় সেই হামলায় অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তবে সেই ভয়াবহ ও নৃশংসতম গ্রেনেড হামলায় প্রাণ হারান তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী আইভি রহমানসহ ২৪ জন। আহত হন ৩ শতাধিক। স্বজন হারানোর ব্যথায় আজও অনেকেই আতকে উঠেন বলেও তিনি মন্তব্য করেন। ২১ আগস্ট ইতিহাসের জঘন্যতম গ্রেনেড হামলার ১৪তম বার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জে মনসুরনগর থানা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মনসুরনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কে এম হোসনে আলী হাসান, রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মোক্তাদির বকুল প্রমুখ । তিনি আরও বলেন বিএনপির সেদিন ক্ষমতায় থেকে হামলাকারীদের গ্রেফতার তো করেইনি বরং হামলার সকল আলামত নষ্ট করে দিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছিল। এই হামলার সঙ্গে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান জড়িত। তাই বিএনপির সঙ্গে সংলাপ তো দূরের কথা খুনীদের সঙ্গে কোন আপোস করা হবে না। বিএনপি জোট নির্বাচনে না আসলেও যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
×