ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শিয়ালের গল্ফ খেলা

প্রকাশিত: ০৫:৫৮, ২৫ আগস্ট ২০১৮

  শিয়ালের গল্ফ খেলা

অন্যেরা মাঠে খেলছে আর আপনি মাঠের কোণে বসে খেলা দেখছেনÑসব সময় এমনটাই ঘটে। তবে এবার যুক্তরাষ্ট্রে এক চমকপ্রদ ঘটনার খবর পাওয়া গেছে। দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের এক গল্ফ মাঠে নেমে রীতিমতো খেলেছে একটি শিয়াল। ফেসবুকে শিয়ালের গল্ফ খেলার এই দৃশ্য শেয়ার করা মাত্র তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যাসাচুসেটসের পশ্চিম স্প্রিংফিল্ডের একটি গল্ফ কোর্সে বল চুরি করার পর তা দিয়ে খেলছে একটি শিয়াল। স্প্রিংফিল্ড কান্ট্রি ক্লাব ভিডিওটি শেয়ার করে। খবরে বলা হয়েছে, হাঙ্ক ডাউনি নামের একজন গল্ফ খেলোয়াড় তাঁর বন্ধুদের সঙ্গে মাঠে গল্ফ খেলা উপভোগ করছিলেন, সেই সময়েই ঘটে এই মজাদার ঘটনাটি। ভিডিওতে দেখা যাচ্ছে, দুইটি শিয়াল মাঠের পাশে বসে মন দিয়ে খেলা দেখছিল। খেলোয়াড় বলটা মারার পরই একটি শিয়াল বলের পিছন পিছন ছুটছে। তারপরেই বল চুরি করে ছুট দেয় শিয়ালটি। হাঙ্ক ডাউনি বলেন, গ্রীষ্মের সময় গলফকোর্সেই বসে থাকে শিয়ালরা। আমি এক সময় পাঁচটি শিয়ালকে একসঙ্গে দেখেছি। আমি শুনেছি অন্য খেলোয়াড়দের গস্ফবল নিয়ে এর আগেও পালিয়েছে এই শিয়ালেরা। তবে মনে হয় এই প্রথম খেলতে মাঠে নামে শিয়াল। একজন বলছেন, গল্ফ খেলার মজাটাই বোধহয় বেড়ে গেল। শিয়ালের গল্ফ খেলার বিষয়টি খুবই চমৎকার। -দ্য মেট্রো অবলম্বনে।
×