ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া গণতন্ত্রের সৎ মা ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৩, ২৫ আগস্ট ২০১৮

খালেদা জিয়া গণতন্ত্রের সৎ মা ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৪ আগস্ট ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এমন একটা দল যে দল গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ তাদের নেত্রী খালেদা জিয়া ‘গণতন্ত্রের মা’ না। তিনি আসলে জঙ্গী ও রাজাকারতন্ত্রের আসল মা আর ‘গণতন্ত্রের সৎ মা’। বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। আসলে তারা মাথা ঘামাচ্ছে সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে। তথ্যমন্ত্রী শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘বেগম জিয়া গণতন্ত্রের মানসকন্যা’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যে প্রেক্ষিতে সাংবাদিকদের এসব কথা বলেন। ইনু বলেন, বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। বিএনপি আসলে দন্ডিত, সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে হৈ চৈ করছে এবং মামলার আসামিদের রক্ষা করার অপপ্রয়াস চালাচ্ছে। তিনি আরও বলেন, গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনীদের রক্ষা করায় বিএনপির একমাত্র কাজ। সুতরাং খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে এই শর্ত যারা আরোপ করে তারা কার্যত নির্বাচন বানচাল করতে চায়। এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে ‘গ্রেনেড হামলায় রায়কে সরকার প্রভাবিত করছে’ বিএনপির এমন অভিযোগের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, ১৪ বছর আগে গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ বিচার চাওয়াটা আদালতের রায় হস্তক্ষেপ হয় না। তিনি এ সময় উদাহরণ দিয়ে বলেন, যুদ্ধাপরাধীর রায়ের আগে সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছিল এটা কোন আদালতের ওপর হস্তক্ষেপ নয়। বরং চুরির দায়ে দন্ডিত সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হই হুল্লোর করাটা আদালত তোয়াক্কা না করার শামিল। তিনি বলেন, যে মামলা ১৪ বছর ধরে প্রকাশ্যে আদালতে চলে সে আদালতে হস্তক্ষেপ হয়েছে তা কেউ বিশ্বাস করবে না। সুতরাং গ্রেনেড হামলার রায় প্রকাশের আগে বিএনপির হাঙ্গামা আসল খুনীদের বাঁচানোর অপচেষ্টা।
×