ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫২, ২৫ আগস্ট ২০১৮

  বর্তমান সরকারের  অধীনেই বিএনপিকে  নির্বাচনে  আসতে হবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ আগস্ট ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকারের অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে। নতুন কোন সরকার তত্ত্বাবধায় সরকার, সহায়ক সরকার আসবে না। সংবিধান অনুসারে এই সরকারের অধীনে নির্বাচন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমরা চাই সেখানে দলমত নির্বিশেষে সকলেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করুক। শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের গুলি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ৪ মাস পর নির্বাচন। বিএনপির নির্বাচনে না আসার কোন কারণ নেই। যদি না আসে বিএনপি নামক দলটি ভাষানী ন্যাপের মতো ’৭০ এর নির্বাচন না করে যেমন আজ অস্তিত্বহীন হয়েছে। বিএনপি যদি এবার নির্বাচন না করে, বিএনপি নামক দলটির অস্তিত্ব থাকবে না। এটা হবে তাদের জন্য আত্মহত্যার শামিল। তিনি আরও বলেন, বিএনপি আজ উপলব্ধি করেছে, সন্ত্রাস নৈরাজ্য গণতন্ত্রের পথ নয়। এই সন্ত্রাসী পথে গেলে তাদের কোন লাভ হবে না। ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ধনিয়া ইউনিয়নের চেয়ারম্যান এমদাদ হোসেন কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। অপরদিকে বৃহস্পতিবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এক কর্মী সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ এমপি বলেন, এখন বিএনপির জন্য দুটি পথ খোলা আছে। হয় নির্বাচনে অংশ গ্রহণকরা, আর তা না হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো। এটা তাদের ব্যাপার। তবে বিএনপি আসুক না আসুক নির্বাচন থেমে থাকবে না। নির্বাচন হবেই। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা বিএনপির নেই। কারণ যে দল রাস্তায় দাঁড়িয়ে একটি আন্দোলন করতে পারেনি, ১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য মায়ের কোল খালি করেছে, প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে, পুলিংবুথ পুড়িয়ে দিয়েছে ও পুলিশ হত্যা করেও সফল হয়নি। এবারও সফল হবে না। গ্রেনেড হামলা মামলার রায় সেপ্টেম্বরেই হবে- আশা বাণিজ্যমন্ত্রীর ॥ নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে। বিএনপি যতই বলুক ওদের নির্বাচনে আসা ছাড়া কোন বিকল্প নেই। বিএনপি যদি নির্বাচন না আসে ভবিষ্যতে ওদের দলের কোন অস্তিত্ব থাকবে না। নির্বাচন করলে দলের অস্তিত্ব থাকবে। তিনি আরও বলেন, বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, নির্বাচন বানচাল করার চেষ্টা করে। তাহলে কঠিন ভাবে তাদের দমন করা হবে। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের খেয়াঘাট ব্রিজ চৌরাস্তার মোড় এলাকায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আজকের এই দিনে ২০০৪ সালে বিএনপি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেই দিন আইভি রহমানসহ ২২ জন মৃত্যুবরণ করেছিল।আল্লাহর রহমতে শেখ হাসিনাসহ আমাদের নেতৃবন্দ রক্ষা পেয়েছিল। এই আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই আগস্ট মাসই আবার বেছে নিয়েছিল বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাকে হত্যা করার জন্য। এই কাজটি খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে হাওয়া ভবনে বসে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ অন্যরা পরিকল্পনা করে গ্রেনেড হামলা করেছিল। এই গ্রেনেড হামলা মামলার রায় এই সেপ্টেম্বর মাসে হবে বলে মন্ত্রী আশা করেন। ভোলা চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বক্তব্য রাখেন চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন মাতব্বর। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।
×