ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এশিয়ান গেমসে শুক্রবার ছিল বাংলাদেশের হতাশার দিন...

প্রকাশিত: ০৫:৫২, ২৫ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসে শুক্রবার ছিল বাংলাদেশের হতাশার দিন...

রুমেল খান ॥ মাঝে মাঝে এমন দিন আসে, চারদিক থেকেই শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ। এশিয়ান গেমসে শুক্রবার দিনটা এমনই একদিন ছিল বাংলাদেশ ক্রীড়া দলের জন্য। একটা ভাল ফলাফলও আসেনি এদিন ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এই আসর থেকে। কি ফুটবলে, কি হকিতে, কি ভারোত্তোলনে, কি আরচারিতে... সবকিছুতেই কেবল ব্যর্থতা আর হতাশার গল্প! ফুটবল দিয়েই শুরু করা যাক। আগের আটটি আসরে যা পারেনি এবার সেটাই করে আগেই ইতিহাস রচনা করেছিল জাতীয় যুব ফুটবল দল। এই প্রথমবারের মতো তারা নাম লেখাতে সক্ষম হয় দ্বিতীয় রাউন্ডে উঠে। গ্রুপপর্বে হারিয়ে দেয় শক্তিশালী কাতারকে। শেষ ১৬তে তাদের প্রতিপক্ষ ছিল আরেক শক্তিশালী প্রতিপক্ষ উত্তর কোরিয়া, যাদের ফিফা র‌্যাঙ্কিং কাতারের চেয়েও বেশি। ফলে ক্ষীণ একটা আশা ছিল, কোরিয়াকে হারিয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে লাল-সবুজবাহিনী। কিন্তু ইন্দোনেশিয়ার সিকারাংয়ের উইবাওয়া মুক্তি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরে থেমে যায় বাংলাদেশের রূপকথার অভিযান। একইদিনে হকিতেও হারে বাংলাদেশ দল। তবে ফুটবলের চেয়েও আরও বাজেভাবে। টানা দুই ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচে শোচনীয় হারের স্বাদ পায় বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় হকি দল। পুল ‘বি’র ম্যাচে তারা ০-৭ গোলে বিধ্বস্ত হয় মালয়েশিয়ার কাছে। যদিও এই আসরে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে ওমানকে এবং দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের চতুর্থ ম্যাচ রবিবার দুপুর ৩টায় থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ দলের কোচ ওই ম্যাচে জয় নিয়ে টার্ফ ছাড়তে চান। তবে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করতে হবে হকির আরেক পরাশক্তি পাকিস্তানকে। ওই ম্যাচটি হবে ২৮ আগস্ট। পাকিস্তানের বিপক্ষে জেতাটা অসম্ভব। বাস্তবতাটা মাথায় রেখে তাই পাকিদের বিপক্ষে কম গোল হজমের লক্ষ্য স্থির করেছে টিম বাংলাদেশ। ব্যর্থতা ছিল ভারোত্তোলনেও। মহিলাদের ভারোত্তোলনে চরমভাবে ব্যর্থ হয়েছেন এসএ গেমসের স্বর্ণজয়ী মাবিয়া আক্তার সীমান্ত। বাজে পারফর্মেন্স করে এশিয়ান গেমসে সাতজনের মধ্যে ষষ্ঠ হন তিনি। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে গত এপ্রিলে নিজের ব্যক্তিগত সেরা রেকর্ড গড়েছিলেন সীমান্ত। সেবার ৬৩ কেজি ওজন শ্রেণীতে তুলেছিলেন ১৮০ কেজি। অথচ জাকার্তায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে তিনি তুলেছেন এরচেয়ে ২ কেজি ওজন কম। মানে ১৭৮ কেজি (স্ন্যাচ ও ক্লিন এ্যান্ড জার্ক মিলিয়ে)। অথচ তার আগে আজারবাইজানে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে ১৭৯ কেজি ওজন তুলেছিলেন তিনি। এদিকে কোন সুখবর দিতে পারেনি বাংলাদেশ আরচার দলও। কোন বিভাগেই শেষ আটের বাধা টপকাতে পারেনি তারা। সর্বশেষ রিকার্ভ মিশ্র দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরে গেছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি। জাপানের কাছে তারা হার মানেন ৫-১ সেটে। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে অসীম কুমারের সঙ্গে জুটি বেঁধে বন্যা আক্তার হেরে যান ফিলিপিন্সের জুটির কাছে। এর আগে বৃহস্পতিবার জিবিকে আরচারি ফিল্ডে ছেলেদের ব্যক্তিগত রিকার্ভ কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন রোমান সানা। ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের কাছে হারেন। আর ইব্রাহিম শেখ চীনা প্রতিযোগীর কাছে হারেন। মেয়েদের রিকার্ভে সেরা ৩২-এ ওঠার লড়াইয়ে ইতি খাতুন হেরে যান ফিলিপিন্সের প্রতিযোগীর কাছে। এছাড়া নাসরিন হারেন তাজিকিস্তানের প্রতিযোগীর কাছে। এখন দেখার বিষয় শনিবার কেমন করে বাংলাদেশ দল।
×