ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদ শেষে ঢাকামুখী মানুষ ॥ আজ চাপ বাড়বে

প্রকাশিত: ০৫:৫১, ২৫ আগস্ট ২০১৮

 ঈদ শেষে ঢাকামুখী মানুষ ॥  আজ চাপ বাড়বে

স্টাফ রিপোর্টার ॥ ঈদ শেষে রাজধানীমুখী মানুষ। সড়ক, নৌ ও রেলপথে ঢাকামুখী মানুষের ভিড় বাড়ছে। তবে কর্মস্থলে ফেরা মানুষের ট্রেনের টিকেট কাটতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে। দ্বিগুণ-তিনগুণ টাকা দিয়ে কালোবাজারিদের থেকে ট্রেনের টিকেট সংগ্রহ করছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজ শনিবার থেকে রাজধানীমুখী মানুষের চাপ আরও বাড়বে। রবিবার থেকে সরকারী অফিস খোলা। অনেক বেসরকারী অফিসের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে ঈদের ছুটিতে নগরীর চিত্র একেবারেই বদলে গেছে। ফাঁকা সড়ক। ট্রাফিক সিগন্যাল পর্যন্ত নেই। এ এক অবিশ্বাস্য চিত্র। ঈদের ব্যস্ততা সেরে ঢাকার মানুষ ফাঁকা রাস্তায় ঢাকা ছুটেছে বিনোদন কেন্দ্রের দিকে। বৃহস্পতি ও শুক্রবার সকাল থেকেই নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করেছে নানা বয়সী মানুষ। শিশুপার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, সিনেমাহল ছাড়াও মনোরম হাতিরঝিলে বেড়ানো আর আড্ডা হয়েছে জমজমাট। বৃহস্পতিবার দুপুরে একপশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিলেও আনন্দের কোন কমতি হয়নি। শিশু পার্কে সকালে তেমন ভিড় না থাকলেও দুপুরে মুখর হয়ে ওঠে শিশুদের আনাগোনায়। ‘টয় ট্রেন’, ‘ম্যাজিক নৌকা’, ‘আনন্দ ঘূর্ণি, ‘ঝুলানো চেয়ার, ‘ফুলদানি আমেজ’, ‘উড়ন্ত নভোযান’- রাইডগুলোতে চড়ার পর শিশুরা উঁকি দিচ্ছিল ‘নাইন-ডি সিনেমার বুথে’। ট্রেনের টিকেটের জন্য হাহাকার ॥ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে ট্রেনের ফিরতি টিকেট বিক্রি হয়েছে অনেকটা আগেভাগেই। কিন্তু যেসব এলাকায় অনলাইনে টিকেট বিক্রি কার্যক্রম নেই সেখানেই ইচ্ছেমতো বিক্রি হয়েছে। ঢাকায় ফেরার জন্য ঈদের আগের দিন থেকে নেত্রকোনার অন্তত চারটি রেল স্টেশনে আজ শনিবারসহ আগামী কয়েকদিনের হাওর ও মোহনগঞ্জ এক্সপ্রেসের টিকেটের জন্য চেষ্টা করেন অনেক যাত্রী। এমন অন্তত ২০ যাত্রীর সঙ্গে কথা হয়। তারা জানান, সব স্টেশন থেকেই জানানো হয় টিকেট শেষ হয়ে যাবার কথা। মোহনগঞ্জ ও নেত্রকোনা স্টেশন মাস্টাররা জানান, টিকেট নিয়ে নয়ছয় হওয়ার কারণে ৩০ আগস্ট পর্যন্ত অগ্রিম টিকেট বিক্রি হয়েছে ম্যাজিস্ট্রেট মোতায়েন করে। কোন টিকেট নেই। ভিআইপি ও রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ টিকেটও বিক্রি হয়ে গেছে। অনুসন্ধান বলছে, বেশিরভাগ টিকেট গেছে কালোবাজারিদের হাতে। শুক্রবার সকালে নেত্রকোনা রেল স্টেশনে প্রকাশ্যে তিনগুণ দামে হাওর ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি হতে দেখা গেছে। একই অভিযোগ মিলেছে মোহনগঞ্জ রেল স্টেশন থেকেও। তবে এ ব্যাপারে রেল পুলিশের পক্ষ থেকে কোন রকম পদক্ষেপ নেয়া হয়নি। কমলাপুরে রেল স্টেশন এলাকায় গিয়ে দেখা গেছে প্রতিটি ট্রেন ফিরছে বাড়তি যাত্রী নিয়ে। তবে বেশিরভাগ ট্রেন আসছে সময়মতো। যাত্রা পথে ব্যাপক সিডিউল বিপর্যয় দেখা দিলেও আসার পথে তা অনেকটাই কেটেছে বলে যাত্রীরা জানান।
×