ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁয় প্রাণ গেছে জামাই-শাশুড়ির

এগারো জেলায় সড়ক দুর্ঘটনা ॥ শিশু ও নারীসহ নিহত ৩২

প্রকাশিত: ০৫:৪৭, ২৫ আগস্ট ২০১৮

 এগারো জেলায় সড়ক দুর্ঘটনা ॥ শিশু ও নারীসহ নিহত ৩২

জনকণ্ঠ ডেস্ক ॥ পবিত্র ঈদ-উল-আজহার ছুটি চলাকালে এগারো জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত হয়েছে ৩২ জন। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। এর মধ্যে ফেনী ছয়, গোপালগঞ্জে পাঁচ, বগুড়ায় পাঁচ, কুষ্টিয়ায় চার, নওগাঁয় তিন, সিরাজগঞ্জে তিন এবং নীলফামারীতে দুইজন। এছাড়া মুন্সীগঞ্জ, নাটোর, খাগড়াছড়ি ও কক্সবাজারে একজন করে নিহত হয়েছে গত মঙ্গল ও বুধবার এসব দুর্ঘটনা ঘটে। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারদের। জানা গেছে, ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানে বাস ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে ২ মহিলাসহ ৬ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টায় এ দুর্ঘটনা ঘটে। নিতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের মধ্যে অটোরিক্সা চালক রুহুল আমিন (৫০), ছাড়া একই পরিবারের নাসিমা (৪০), অন্তঃসত্ত্বা সালমা (২০), সাহাদাত হোসেন (২৫) নাসির উদ্দিন (২৬) দেলওয়ার (২০)। স্থানীয় একাধিক সূত্র জানায়, মহাসড়কে সিএনজি অটোরিক্সাকে হাইওয়ে পুলিশ থামার জন্য সিগনাল দেয়। অটোরিক্সাচালক দ্রুত অটোরিক্সাটি উল্টো দিকে চালিয়ে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করে। এ সময় পেছনে থাকা চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাস অটোরিক্সাকে চাপা দেয় এতে ঘটনাস্থলে দুই মহিলাসহ ৬ জন মারা যায়। শিশু আরাফাত (৩) ও সুমি আক্তার (২৫) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকলের বাড়ি সোনাগাজীর নবাবপুরে। তার শহরের সহদেবপুর আত্মীয় বাড়ি থেকে নিজবাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়। ঘাতক বসটি পুলিশ আটক করেছে, চালক পালিয়ে গেছে। মহাসড়কে হাইওয়ে পুলিশ লালপুল এলাকাসহ বিভিন্ন পয়েন্টে সিএনজি অটোরিক্সা আটক করলে পরে বিশেষ ব্যবস্থায় ছাড়া পেয়ে থাকে। আবার অনেক অটোরিক্সার নামে মামলা দিয়ে পুলিশ তাদের অপকর্ম জায়েজ করে থাকে বলে অভিযোগ রয়েছে। গোপালগঞ্জ ॥ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এখানে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। মঙ্গলবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর এবং বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া নামক স্থানে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী গ্রীন লাইন পরিবহনের সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি ছিটকে গিয়ে মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায় এবং প্রাইভেটকার যাত্রী রূপালী ব্যাংক ঢাকা সাউথ ডিভিশন মতিঝিল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসএম আরাফাত হাসান প্রিন্স (৩৬) এবং তারই ফুফাতো ভাই আরকিটেক্ট ইঞ্জিনিয়ার শিমুলের (৪০) দেহ ছিন্ন-বিচ্ছন্ন হয়ে যায়। গুরুতর আহত আরাফাতের স্ত্রী মেসকাতই জাহান ফেরদৌসী কেকাকে (৩০) উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিন্স বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামের সরদার আজিজুর রহমানের ছেলে এবং শিমুলের বাড়ি খুলনা শহরের সোনাডাঙ্গা ময়লাপোতা এলাকায়। এদিকে ঢাকা-বরিশাল মহাসড়কে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৩০ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী রাজৈর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের কামরুজ্জামানের স্ত্রী রোজিনা বেগম (২৫)। অপর দু’জনের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ রয়েছে, যাদের পরিচয় এখনও মেলেনি। বগুড়া ॥ ঈদের দিন বুধবার বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ২ জন তরুণ প্রকৌশলী। নিহতরা হলোÑ সিএনজি চালিত অটোরিক্সা চালক শফিকুল ইসলাম (৪২), অটোরিক্সা যাত্রী আলিমুদ্দিন (৭০), মঞ্জুয়ারা বেগম (৬০) ও তরুণ প্রকৌশলী শামিম রেজা সেতু (২৮) এবং সোহেল রানা (২৭)। পুলিশ জানায়, সকাল ৬টার দিকে ঢাকা থেকে রংপুরগামী একটি বাস বগুড়ার শাজাহানপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীতগামী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পর ২ জন মারা যায়। নিহত ৩ জনের বাড়িই শাজাহানপুর উপজেলায়। অপরদিকে একই দিন দুপুর বারোটার দিকে বগুড়ার ধুনট উপজেলা সংলগ্ন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী হাজরাহাটি গ্রাম থেকে দুই তরুণ প্রকৌশলী মোটরসাইকেল নিয়ে বগুড়ার শেরপুরে আসছিল। পক্ষে শেরপুর উপজেলার বোয়ালকান্দী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ ওই দু’জন গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। কুষ্টিয়া ॥ ঈদের দিন কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। বুধবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়। নিহতরা হলো- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার শিপন (২৮), কুষ্টিয়ার দৌলতপুরের সাহাবুল (১২) এবং নিহত অপরজনের পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, মাহেন্দ্রের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মাহন্দ্রের দুই যাত্রীর নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে একজন মারা যায়। এদিকে দৌলতপুরে ট্রাক চাপায় শাওন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার ঈদের দিন দুপুর ২টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের তারাগুনিয়া পল্লী বিদ্যুত সাব-স্টেশনের কাছে রাস্তা পার হতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শাওন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া শালিমপুর মোল্লাপাড়া গ্রামের মিন্টু মালিথার ছেলে এবং সে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাওন রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গরু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্র শাওনের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। নওগাঁ ॥ মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের খোর্দ্দনারায়ণপুর ব্রিজ নামক স্থানে ঈদের আগেরদিন মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজশাহীগ্রামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী জামাই, মেয়ে ও শাশুড়ি নিহত হয়েছেন। নিহত ৩ জন মোটরসাইকেল যোগে রাজশাহী থেকে নওগাঁর মহাদেবপুর সদরের জাহাঙ্গীরপুর মডেল স্কুলপাড়ায় নানাশ্বশুরের বাড়িতে ঈদ করার জন্য আসছিলেন। নিহতরা হলেন- নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর গাওপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সুমন (৩৬) ও তার স্ত্রী ডাঃ ইভা (২৬) এবং ইভার মা রাজশাহীর বোয়ালিয়া থানার বালিয়া পুকুর মহল্লার ইউসুফ আলীর স্ত্রী রুবিনা পারভীন পারুল (৪৭)। নিহত সুমন ফ্যাশন ডিজাইনার ও স্ত্রী ডাঃ ইভা রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে পাস করে ইন্টার্নি করছিলেন। এ বিষয়ে নওহাটা মোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩টি লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে মহাদেবপুর থানায় পাঠানো হয়েছে। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের ডিএডি মোসলেম উদ্দীনসহ একটি দল ঘটনাস্থলে ও থানায় উপস্থিত হন। এ ঘটনায় নিহতদের স্বজনরা মামলা করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই ৩ জনের মৃতদেহ ওই রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। নীলফামারী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ দুই মোটরসাইকেল চালক নিহত ও ৩ জন আহত হয়েছে। ঈদের দিন বুধবার নীলফামারীর সৈয়দপুর সড়কে ও কিশোরীগঞ্জ উপজেলায় এই পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় তিনজন। নিহতরা হলো- কিশোরীগঞ্জের যুবলীগ নেতা খায়রুল ইসলাম (৩৫) ও নীলফামারী সদরের আকতারুল ইসলাম (২৮)। পুলিশ জানায় নীলফামারীর সৈয়দপুর সড়কের ইকু জুটমিল নামকস্থানে ঈদের দিন অটোরিক্সার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকতারুল ইসলাম (২৮) নিহত ও ওই মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী সফিকুর ইমলাম (৩০) ও সাদেকুল ইসলাম (২২) আহত হয়। নিহত আকতারুল নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের বাদশাপাড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। আহতরা একই গ্রামের হেফাজুল ইসলামের ছেলে। অপরদিকে জেলার কিশোরীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা খায়রুল ইসলাম (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন বুধবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে। ঈদের আগের দিন মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সদর ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য খায়রুল ইসলাম ও তার বন্ধু কাশেম মিয়াসহ (৩২) বড়ভিটা বাজার থেকে মোটরসাইকেলে করে কিশোরীগঞ্জ বাজারের দিকে আসছিল। পথে আমেরতল এলাকায় সড়কের কাছে বাঁধা একটি গরুর দড়িতে মোটরসাইকেলটি পাল্টি খায়। তারা দুইজনেই আহত হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে কিশোরীগঞ্জ হাসপাতালে নেয়। যুবলীগ নেতা খায়রুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন বুধবার সকালে মারা যায়। মুন্সীগঞ্জ ॥ মুন্সীঞ্জের টঙ্গীবাড়িতে অটোর ধাক্কায় ব্যবসায়ী আবুল বাশার ওরফে বশর বাইন্না (৮০) নিহত হয়েছে। ঈদের দিন বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাইকপাড়া সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় তাকে অটো ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খাগড়াছড়ি ॥ জেলা সদরের আলুটিলা নামক এলাকায় যাত্রীবাহী বাস উল্টে রফিক (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে ১৪ জন। সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানা যায়, মঙ্গলবার চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি আসছিল। সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির প্রবেশ মুখের আলুটিলা নামক এলাকায় পাহাড় থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা বলেন, দুর্ঘটনার আগে থেকে চালক মুঠোফোনে কথা বলে গাড়ি চালাচ্ছিলেন। এর আগে গত ১০ আগস্ট একই স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। ওই ঘটনায় ১ জন নিহত এবং ২০ জন আহত হয়। নাটোর ॥ বড়াইগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মনোয়ারা নামে এক নারী নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রয়না তেলপাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা রাজশাহী মোহনপুর উপজেলার পোল্লাপুরি গ্রামের আলিমুদ্দিনের স্ত্রী ও ঢাকার একটি টেক্সটাইল মিলের কম্পিউটার অপারেটর। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রয়না তেলপাম্প এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কায় লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মনোয়ারা নিহত হয় এবং আরও অন্তত ৩৫ জন আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিরাজগঞ্জ ॥ ঈদের ছুটির তিনদিনে সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ গরুর ব্যাপারী নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় ও সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাতিয়ারপাড়া গ্রামের শমসের আলীর ছেলে মনসুর আলীর (৪০) পরিচয় পাওয়া গেছে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ ও পুলিশ জানায়, দুপুরে ঢাকা থেকে গরুর ব্যাপারীদের নিয়ে একটি ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুরে যাচ্ছিল। ট্রাকটি ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে ঘটনাস্থলেই একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে অজ্ঞাত আরও এক গরুর ব্যাপারীর মৃত্যু হয়। অপরদিকে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গার চড়িয়া কামারপাড়া এলাকায় ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালকসহ ট্রাকের ৬ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বরে সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত এক গরুর ব্যাপারীর মৃত্যু হয়। কক্সবাজার ॥ উখিয়ার মেরিন ড্রাইভ সড়কে টমটমের ধাক্কায় স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র নাম জাফর আলম (৮) স্থানীয় আলী হোছনের পুত্র ও সোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। বন্ধুদের নিয়ে সী-বিচে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গিয়ে টমটমের ধাক্কায় মারা যায় ওই স্কুলছাত্র।
×