ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় বিএনপির নবগঠিত কমিটির সদস্যদের পদত্যাগ

প্রকাশিত: ০৫:১৭, ২৫ আগস্ট ২০১৮

    কাপাসিয়ায় বিএনপির নবগঠিত কমিটির  সদস্যদের পদত্যাগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাপাসিয়ায় নিয়ম বহির্র্ভূতভাবে কমিটি গঠন ও দুর্নীতির অভিযোগে নবগঠিত সনমানিয়া ইউনিয়ন বিএনপির অধিকাংশ সদস্যই পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার রাতে স্থানীয় সনমানিয়া খোকা মার্কেট এলাকায় সভা করে পাঁচ সদস্য পদত্যাগ করেন। এ সময় তারা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষণা করেন। সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন বিএসসি জানান, মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতামত না নিয়ে গত ১৪ আগস্ট কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। দলের গঠনতন্ত্র না মেনে মেয়াদ শেষ হওয়ার আগে বর্তমান কমিটি বিলুপ্ত করে এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে গোপনে আট সদস্যের এ কমিটি গঠন করা হয়। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ কয়েকজন নেতৃবৃন্দ উপস্থিতিতে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ.স.ম হান্নান শাহর ছেলে রিয়াজুল হান্নানের ঢাকার বাসায় বসে নব কমিটি গঠিত হয়। নিয়মবহির্ভূতভাবে ওই কমিটি ঘোষণা করায় দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এর প্রতিবাদে দলের ক্ষুব্ধ নেতাকর্মীরা গত বৃহস্পতিবার রাতে স্থানীয় খোকা মার্কেট এলাকায় প্রতিবাদ সভা করে। সাবেক কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় নবগঠিত কমিটির আট সদস্যের মধ্যে সভাপতি তৌহিদুজ্জামান তপন মেম্বার, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মেম্বার, জয়নাল আবেদীন মেম্বার ও সামসুল হুদা এবং সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম মুকুল পদত্যাগের ঘোষণা দেন। সভায় উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমকে কাপাসিয়ায় অবাঞ্চিত ঘোষণা করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির প্রবীণ নেতা সিরাজ উদ্দিন বিএসসি, মোফাজ্জল হোসেন মেম্বার, সামছুল হুদা, সাদেকুর রহমান, তাজ উদ্দিন খান, কামাল হোসেন, জুয়েল মিয়া প্রমুখ। তিনি আরও জানান, ২০০৮ সালে কাপাসিয়া উপজেলা বিএনপির তিন বছর মেয়াদী কমিটি গঠিত হয়। এ কমিটির মেয়াদ শেষ হয় ২০১১ সালে। গঠনতন্ত্র মোতাবেক মেয়াদোত্তীর্ণ এ উপজেলা কমিটি কোন কমিটি ভেঙ্গে দেয়া কিংবা নতুন কমিটি গঠনের ক্ষমতা রাখে না। অথচ তারা মেয়াদ শেষ হওয়ার আগেই সনমানিয়া ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি লিুপ্ত করে নতুন কমিটি গঠন করে ঘোষণা দিয়েছে- এটা মোটেই ঠিক হয়নি। সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমানসহ স্থানীয় একাধিক নেতা বলেন, ২০১৬ সালে নির্বাচনের মাধ্যমে তিন বছর মেয়াদী সনমানিয়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়। নির্বাচনে মিজানুর রহমান সভাপতি পদে নির্বাচিত হন। কিন্তু বর্তমান কমিটির মেয়াদ শেষ না হতেই ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে কোন কারণ ছাড়াই গোপনে এ কমিটিকে বিলুপ্ত করে নিয়ম বহির্ভূতভাবে নতুন কমিটি গঠন করা হয়। এতে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। অথচ মেয়াদোত্তীর্ণ উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠনের কোন খবর নেই। বর্তমান ৫১ সদস্যের কমিটির মেয়াদ শেষ না হওয়ায় কমিটি বহাল রাখারও দাবি জানিয়েছেন তারা। নবগঠিত কমিটির পদত্যাগকারী সদস্য ও মোফাজ্জল হোসেন মেম্বার জানান, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে নব এ কমিটি গঠন করা হয়েছে। আমরা খালেদা ও তারেক জিয়ার রাজনীতি করি, আমরা দলের গঠনতন্ত্রে বিশ্বাসী। কাপাসিয়ায় বিএনপি প্রবীণ ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না বলেই দলের আজ বেহাল দশা। এ বিষয়ে কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন সেলিম জানান, সাংগঠনিক প্রয়োজনেই আগের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত এ কমিটির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি দ্রুত গঠন করা হবে। কাক্সিক্ষত পদবঞ্চিতদের কিছু ক্ষোভ থাকতেই পারে। ২০১৩ সালে গঠিত তিন বছর মেয়াদী উপজেলা বিএনপি কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত ওই কমিটিই দলীয় কর্মকা- চালিয়ে যাচ্ছে। উপজেলা কমিটি গঠনের দায়িত্ব জেলা কমিটির।
×