ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাতিসংঘের গাজা তদন্ত কমিটির প্রধানের পদত্যাগ

প্রকাশিত: ২১:৩৩, ২৪ আগস্ট ২০১৮

জাতিসংঘের গাজা তদন্ত কমিটির প্রধানের পদত্যাগ

অনলাইন ডেস্ক ॥ দায়িত্ব পাওয়ার একমাসের মধ্যেই পদত্যাগ করেছেন গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলের শক্তিপ্রয়োগের ঘটনা তদন্তে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের তদন্ত কমিটির প্রধান। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জানায়, তদন্ত কমিটির প্রধান ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এই তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল মার্কিন প্রতিরক্ষা দফতরের সাবেক কর্মকর্তা ডেভিড ক্রেনকে। তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক একজন প্রসিকিউটর। জুলাইয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান ছিলেন তিনি। কমিটি গঠনের একমাস আগে মানবাধিকার কাউন্সিলে ইসরায়েলের শক্তি প্রয়োগের ঘটনা তদন্তের জন্য সদস্য রাষ্ট্রগুলো ভোট দেয়। ২০০৬ সালে লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের পর ক্রেন বলেছিলেন, ইসরায়েলের নিজেকে প্রতিরক্ষার অধিকার রয়েছে। কিন্তু দেশটি অসামঞ্জস্য প্রতিক্রিয়ার দিকে ধাবিত হচ্ছে। মানবাধিকার কাউন্সিলের তদন্তের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলে। টাইমস অব ইসরায়েল জানিয়েছিল, ক্রেনকে তদন্ত কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার পর ইসরায়েল আশ্চর্যজনকভাবে নীরব ছিল। হয়ত এই নিয়োগে ইসরায়েল খুশি ছিল। সেপ্টেম্বরে তদন্ত কমিটির প্রথম বৈঠক হওয়ার কথা ছিল এবং মৌখিকভাবে মানবাধিকার কাউন্সিলকে অগ্রগতি জানানোর কথা। মার্চ মাস থেকে এ পর্যন্ত অন্তত ১৭০ জন ফিলিস্তিনি বিক্ষোভকারী ইসরায়েলি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের মধ্যে মাত্র দুটি ঘটনায় ইসরায়েলের আদালতও তদন্তের নির্দেশ দিয়েছে।
×