ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানইউতে যোগ দিচ্ছেন জিদান?

প্রকাশিত: ২১:৩০, ২৪ আগস্ট ২০১৮

ম্যানইউতে যোগ দিচ্ছেন জিদান?

অনলাইন ডেস্ক ॥ মৌসুমের শুরুতেই ব্রাইটনের মতো দলের বিপক্ষে ৩-২ গোলে ম্যানইউর হারের পর জোসে মরিনহোর ভূমিকা নিয়ে সমালোচনা চলছে। গত মৌসুমেও ব্রাইটনের মাঠে হেরেছিল রেডডেভিলসরা। তারই জের ধরে গুঞ্জন ছড়িয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে খুব শীঘ্রই বহিস্কৃত হবেন মরিনহো। আর তার বিকল্প হিসেবে শোনা যাচ্ছে জিনেদিন জিদানের নাম। এ ব্যাপারে ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, জিদানও ম্যানইউতে যোগ দিতে আগ্রহী। খুব কাছের বন্ধুকে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন জিদান। মরিনহোকে যদি বহিস্কৃত করা হয় তাহলে তার জায়গায় আসতে চান জিদান। তার বিশ্বাস, ম্যানইউও তার প্রতি আগ্রহ দেখাবে। এদিকে, রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়ে ক্লাবটি থেকে অব্যাহতি নিয়েছেন জিদান। বর্তমানে কোনো ক্লাবেই সময় দিচ্ছেন না তিনি। আগামী সোমবার টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে ম্যানইউ। ম্যাচটিকে মরিনহোর জন্য ‘ডু অর ডাই’ হিসেবে দেখছেন অনেকে।
×