ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে মা-বোনকে হত্যা ॥ আইএসের দায় স্বীকার

প্রকাশিত: ১৯:৩৭, ২৪ আগস্ট ২০১৮

প্যারিসে  মা-বোনকে হত্যা ॥ আইএসের দায় স্বীকার

অনলাইন ডেস্ক ॥ সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যেই ফ্রান্সের রাজধানীর প্যারিসের একটি শহরতলীতে ছুরি হামলায় দুই নারীকে হত্যা করা হয়েছে। নিহতরা সম্পর্কে হামলাকারীর মা ও বোন। হামলায় আহত হয়েছেন তৃতীয় এক নারী। বৃহস্পতিবার প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহরতলী ট্রাপেসে এ হামলার ঘটনা ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে পরাজয়ের মুখে থাকা সশস্ত্র গোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করেছে। নিহতরা হামলাকারীর মা ও বোন- এ বিষয়টি নিশ্চিত হওয়ার আগেই আইএস এ বিবৃতি দিলেও তার পক্ষে তারা কোনো প্রমাণ দেয়নি। তবে, ঘটনার শিকার নারীরা ও হামলাকারীর মধ্যে পারিবারিক বিরোধ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ২০১৫ সালের নভেম্বরে ধারাবাহিক সন্ত্রাসী হামলায় প্রায় দেড়শো মানুষের প্রাণহানির পর থেকে প্যারিসে সতর্কতা জারি রয়েছে। এর মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। ঐতিহাসিক শহর ভার্সাইয়ের কাছাকাছি অবস্থিত ট্রাপেস দারিদ্র ও সংঘবদ্ধ সহিংস ঘটনার জন্য পরিচিত। এই এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ মুসলিম ধর্মাবলম্বীর বাস। নিরাপত্তা সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এফপি জানিয়েছে, আইএস’এ যোগ দিতে অন্তত ৫০ জন ওই এলাকা ছেড়েছে বলে ধারণা করা হয়। ফ্রান্সের লা প্যারিসিয়ান সংবাদপত্রের খবরে বলা হয়েছে, হামলার পর কয়েকটি ছুরি নিয়ে ৩০’র কোঠায় প্রবেশ করা হামলাকারী পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। বাইরের পুলিশকে লক্ষ্য করে চিৎকার করতে থাকে ‘এগিয়ে আসলে তোমাদের সবাইকে উড়িয়ে দেব।’ পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই হামলাকারী। হামলায় আহত তৃতীয় নারীর অবস্থা সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইউরোপ ১ রেডিও’র খবরে বলা হয়েছে, ঘটনার শুরুতেই জরুরি ফোন করে পুলিশকে জানানো হয়। এ থেকে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধে এই হামলার ঘটনা ঘটেছে।
×