ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু সমঝোতার সঙ্গে ১৮ মিলিয়ন ইউরোর সম্পর্ক নেই ॥ ইরান

প্রকাশিত: ১৯:৩৩, ২৪ আগস্ট ২০১৮

পরমাণু সমঝোতার সঙ্গে ১৮ মিলিয়ন ইউরোর সম্পর্ক নেই ॥ ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরান বলেছে, ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে তেহরানকে দেয়া এক কোটি ৮০ লাখ ইউরোর সঙ্গে পরমাণু সমঝোতা রক্ষা করার লক্ষ্যে ইউরোপের পক্ষ থেকে যে অর্থনৈতিক প্যাকেজ দেয়ার কথা রয়েছে তার সম্পর্ক নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (শুক্রবার) ভোরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইরানকে এক কোটি ৮০ লাখ ডলার প্রদান করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর বেরিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন বাহরাম কাসেমি। তিনি বলেন, ইউরোপীয় কমিশন ইরানের উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের কাজে পাঁচ কোটি ইউরো বরাদ্দ দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রথম কিস্তি হিসেবে গতকাল (বৃহস্পতিবার) এক কোটি ৮০ লাখ ইউরো দিয়েছে ওই কমিশন। এই অর্থ দিয়ে ইরানের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যক্তাদের সহায়তা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেও ওই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এটির প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে সরে যাওয়ার পরিপ্রেক্ষিতে ইউরোপীয় দেশগুলো ইরানের অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে। তারা এ সমঝোতা টিকিয়ে রাখার জন্য তেহরানকে কয়েকটি অর্থনৈতিক প্যাকজ দেবে।
×