ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিচার চাওয়া আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না ॥তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১৮:৪৮, ২৪ আগস্ট ২০১৮

বিচার চাওয়া আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না ॥তথ্যমন্ত্রী

ডেস্ক ॥ জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ বিচার চাওয়াটা আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না। যেমন যুদ্ধাপরাধীর রায়ের আগে সারা বাংলাদেশ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে যেভাবে সোচ্চার হয়েছিল তা আদালতের ওপর হস্তক্ষেপ ছিল না। বরং চুরির দায়ে দণ্ডিত সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হই হুল্লোড় করাটা আদালত তোয়াক্কা না করার সামিল। আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারার গোলাপনগর নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারন সম্পাদক এস এম আনছার আলী,অসিত সিংহ রায়সহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
×