ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেতৃত্ব সংঙ্কটে অস্ট্রেলিয়া ॥ পার্লামেন্ট মুলতবি ঘোষণা

প্রকাশিত: ১৯:৫৬, ২৩ আগস্ট ২০১৮

নেতৃত্ব সংঙ্কটে অস্ট্রেলিয়া ॥ পার্লামেন্ট মুলতবি ঘোষণা

অনলাইন ডেস্ক ॥ নেতৃত্বের সংকট তৈরী হয়েছে অষ্ট্রেলিয়ায়। এই পরিপ্রেক্ষিতে পার্লামেন্ট মুলতবি ঘোষণা করেছে দেশটির সরকার। এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল তাঁর প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছেন। হাউস অব রিপ্রেজেনটেটিভে বৃহস্পতিবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত পার্লামেন্ট মুলতবি করা হয়েছে। ৭০-৬৮ ভোটের ব্যবধানে এ সিদ্ধান্ত হয়। নিজ দলের রক্ষণশীল অংশের বিদ্রোহ আর ভোটের ব্যবধান কম হওয়ায় নেতৃত্ব টিকিয়ে রাখার চাপে রয়েছেন টার্নবুল। প্রসঙ্গত, এর আগে, ২১ আগস্ট প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল নেতা হিসেবে যোগ্য নন বলে দাবি ওঠে। তা প্রমাণে তাঁকে চ্যালেঞ্জও করা হয়। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অযোগ্যতার দাবি তোলেন অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন। টার্নবুলের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেন তিনি। সূত্র: বিবিসি
×