ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি : ডিএমপি কমিশনার

প্রকাশিত: ০১:৫৪, ২১ আগস্ট ২০১৮

পশুর হাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি : ডিএমপি কমিশনার

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছি। এখন পর্যন্ত অজ্ঞান পার্টির খপ্পরে কেউ পড়েনি বা হাটে চাঁদাবাজির ঘটনা ঘটেনি। মঙ্গলবার দুপুরে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। আছাদুজ্জামান মিয়া বলেন, ‘পশুর হাটের পাশাপাশি ফাঁকা রাজধানী ও মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর পুলিশ। ছিনতাই ও বাসাবাড়িতে চুরি যাতে না হয় সে বিষয়ে পুলিশের সব ইউনিটের সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। চারটি বাস টার্মিনালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যদি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘গরু ব্যবসায়ীরা যেকোনো সময় যেকোনো হাটে তাদের গরু নিয়ে যেতে পারবেন। এতে হাট ইজারাদার বা অন্য কেউ বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। জোরপূর্বক এক হাটের গরু অন্য হাটে নামানোর কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।’
×