ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী মাসেই পাকিস্তান সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:৩৭, ২১ আগস্ট ২০১৮

আগামী মাসেই  পাকিস্তান সফর করবেন  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করতে ইসলামাবাদ সফর করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেপ্টেম্বরের ৫ তারিখ এ বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর দ্য ডনের। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে গত ১৮ আগস্ট শপথ নিয়েছেন ইমরান। বৈঠকটি হলে পম্পেওই হবেন নতুন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককারী প্রথম কোনও বিদেশি প্রতিনিধি। পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় পম্পেও দুই দেশের মধ্যে এক সময়কার ঘনিষ্ঠ সম্পর্ককে পুনরায় স্থাপন করা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগান শান্তি প্রক্রিয়া শুরু করতে পাকিস্তানের সমর্থন আদায় করার চেষ্টা করবেন। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ১২০০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজ পাওয়ার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে সমর্থন চাইতে পারে পাকিস্তান। পম্পেও পাকিস্তানের পাশাপাশি ভারত ও আফগানিস্তানও সফর করতে পারেন।
×