ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সেভিয়ার জার্সিতে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন পর্তুগীজ স্ট্রাইকার

অভিষেকেই সিলভার বাজিমাত

প্রকাশিত: ০৫:২৮, ২১ আগস্ট ২০১৮

 অভিষেকেই সিলভার  বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় অভিষেকেই বাজিমাত করলেন আন্দ্রে সিলভা। রবিবার রায়ো ভায়োকানোর বিপক্ষে সেভিয়ার জার্সিতে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত এক হ্যাটট্রিক গড়েন তিনি। পর্তুগীজ স্ট্রাইকারের অসাধারণ হ্যাটট্রিকের সৌজন্যেই সেভিয়া এদিন ৪-১ গোলে বিধ্বস্ত করে রায়ো ভায়োকানোকে। দুই বছর স্বদেশী ক্লাব পোর্তোর জার্সিতে আলো ছড়ানোর পর গত মৌসুমেই ইতালিয়ান সিরি এ লীগের জায়ান্ট এসি মিলানে যোগ দেন আন্দ্রে সিলভা। কিন্তু ইতালিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ২২ বছরের এই তরুণ। যে কারণে নতুন মৌসুম শুরুর আগেই পর্তুগীজ স্ট্রাইকারকে সেভিয়ায় ধারে পাঠিয়ে দেয় এসি মিলান। বিশ্বের অন্যতম সেরা লীগ লা লিগায় রবিবার অভিষেক ঘটে তার। নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দেন তিনি। এসি মিলানের জার্সিতে এক বছরে ২৪ ম্যাচ খেলেছিলেন সিলভা। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছিলেন মাত্র দুইবার। অথচ সেভিয়ার হয়ে নিজের প্রথম ম্যাচেই তিন গোল করেন তিনি। সাবেক ক্লাব মিলানের হয়ে করা দুই গোলকে ছুঁতে তার সময় লাগে মাত্র ৪৬ মিনিট! ভাজকুয়েজের গোলে এদিন ম্যাচ শুরুর ১৫ মিনিটেই এগিয়ে যায় সেভিয়া। ৩১ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। আর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৪৬ মিনিটে গোল করে সেভিয়াকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আন্দ্রে সিলভা। ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট তখন দলের চতুর্থ আর নিজের প্রথম হ্যাটট্রিক গড়েন সাবেক এই মিলান তারকা। রায়ো ভায়োকানোর হয়ে ৮৫ মিনিটে সান্ত¦নার এক গোল করেন এমবার্বা।
×