ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কপিল হতে চান না পান্ডিয়া

প্রকাশিত: ০৫:২৭, ২১ আগস্ট ২০১৮

 কপিল হতে চান না পান্ডিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেটের ‘নিউ সেনসেশন’ হারদিক পান্ডিয়া। দুই বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুরন্ত অলরাউন্ড নৈপুণ্যে নজর কাড়ছেন গুজরাটে জন্ম নেয়া ২৪ বছর বয়সী এ ক্রিকেটার। সবচেয়ে বড় বিষয়, যেকোন কন্ডিশনে, যেকোন ফরমেটে সমান ঔজ্জ্বল্য ছড়িয়ে যাচ্ছেন। দারুণ ধারাবাহিক। ইংল্যান্ড সফরে টানা দুই হারে কোণ্ঠাসা ভারতকে ট্রেন্ট ব্রিজে চালকের আসনে বসিয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ ওভার বল করে নিয়েছেন ৫ উইকেট। মূলত তার দুর্ধর্ষ বোলিংয়ে বেসামাল ইংল্যান্ড অলআউট হয়ে গেছে মাত্র ১৬১ রানে। পেস বোলিং-অলরাউন্ডার হওয়ায় অনেকে তাকে গ্রেট কপিল দেবের সঙ্গে তুলনা করছেন। তবে তরুণ তুর্কী এ ক্রিকেটার জানিয়েছেন, ‘পান্ডিয়া’ হয়েই অনেক বেশি খুশি তিনি। দিনের খেলা শেষে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেনকে দেয়া এক সাক্ষাতকারে পান্ডিয়া বলেন, ‘সমস্যা হচ্ছে কেউ যখন পারফর্ম করে তখন তাকে নিয়ে আলোচনা শুরু হয়, তুলনা শুরু হয়। কিন্তু সামান্য কিছু করতে না পারলেই মনে করে, না! ওর সঙ্গে তুলনা করা ঠিক না। সত্যি বলতে আমি কখনোই কপিল দেবের মতো হতে চাইনি। আমি ‘হারদিক পান্ডিয়া’র মতোই হতে চেয়েছি। আমি ‘হার্দিক পান্ডিয়া’ হয়েই খুশি। আমি ৪০ ওয়ানডে এবং ১০ টেস্ট খেলেছি হার্দিক পান্ডিয়া হয়েই, কপিল দেব হয়ে নয়। কপিল দেব তাদের যুগের সেরা ক্রিকেটার। তাকে আমার সঙ্গে তুলনা করবেন না। তাহলেই আমি খুশি হব।’ নিজের পারফর্মেন্সের সমালোচনা নিয়ে পান্ডিয়া বলেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে বলছি, আমাকে নিয়ে চিন্তার কোন কারণ নেই। আমি জানি আমি কি করছি। আমার দল আমাকে সমর্থন করছে। এটা আমার কাছে মুখ্য বিষয় এবং আমাকে নিয়ে কারা কি বলছে, সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই।’ গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং বলেন, ‘পান্ডিয়া বোলিং অলরাউন্ডার হিসেবে তার ভূমিকা পালন করতে পারছে না।’ হোল্ডিং যখন জানতে পারেন, পান্ডিয়াকে ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই প্রতিক্রিয়ায় হোল্ডিং বলেন, ‘কোনভাবেই এটা হচ্ছে না।’ ক্রেজি পান্ডিয়া হয়ত তারই জবাবে হুসেইনকে এমনটা বলেন থাকবেন। ওপেনিং জুটিতে ৫৪ রান তুলে ফেলেছিলেন এ্যালিস্টার কুক ও কিটন জেনিংস। এখান থেকে ১০৭ রান তুলতেই ১০ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ২৫তম ওভারে পান্ডিয়াকে বোলিংয়ে আনেন অধিনায়ক কোহলি। নিজের প্রথম বলেই ইংলিশ ব্যাটিংয়ের প্রাণভোমরা জো রুটকে দ্বিতীয় স্লিপে লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেন তিনি। ক্যাচটা নিয়ে সন্দেহ থাকায় টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার। নিজের পরের দুই ওভারে কোন উইকেট পাননি এই পেসার। কিন্তু ৩১তম ওভারে এনেছেন জোড়া আঘাত। জনি বেয়ারস্টোকে দুর্দান্ত প্রথম বলে তুলে নেয়ার পর শেষ বলে ফিরিয়েছেন ক্রিস ওকসকে। পান্ডিয়ার পরের ওভারেও একই চিত্রনাট্য। জোড়া আঘাত! এবার প্রথম বলে তার শিকার আদিল রশিদ আর চতুর্থ বলে ফিরেছেন স্টুয়ার্ট ব্রড। মোট ২৯ বলের এক আগুনে স্পেলে ইংলিশ ব্যাটিং অর্ডার দুমড়ে-মুচড়ে দেন পান্ডিয়া। টেস্টে ভারতের হয়ে দ্রুত ৫ উইকেট নেয়ার রেকর্ড হরভজন সিংয়ের (২৭ বলের ব্যবধানে)। তারপরই পান্ডিয়ার এই পারফর্মেন্স।
×