ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লা লীগায় জয় দিয়েই শুরু রিয়াল মাদ্রিদের

প্রকাশিত: ০৫:২৭, ২১ আগস্ট ২০১৮

লা লীগায় জয় দিয়েই শুরু রিয়াল মাদ্রিদের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়েই স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম শুরু করেছে রিয়াল মাদ্রিদ। রবিবার তারা ২-০ গোলে গেটাফেকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ২০১৮-১৯ মৌসুম শুরু করেছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোবিহীন কেমন সূচনা করবে স্প্যানিশ জায়ান্টরা? জিনেদিন জিদান পরবর্তী যুগে জুলেন লোপেতেগুই কি লস ব্ল্যাঙ্কোসদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন? এসব প্রশ্ন মাথায় নিয়ে গোটা ফুটবল ভক্ত-অনুরাগীদের তাই আলাদা করেই দৃষ্টি ছিল রিয়াল-গেটাফের ম্যাচে। সমর্থকদের মোটেও হতাশ করেনি রিয়াল। বরং দুর্দান্ত শুরু করেছে ইউরোপসেরার মুকুট পরা রিয়াল মাদ্রিদ। গত মাসে লা লিগা ছেড়ে জুভেন্টাসে নতুন করে ঠিকানা গড়ার পর থেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জায়গায় গ্যারেথ বেলকে ভাবতে শুরু করেন ফুটবলবোদ্ধাদের অনেকে। সেই ভাবনাটা যে মোটেও ভুল নয়, প্রথম ম্যাচেই তা প্রমাণ করেছেন ওয়েলস তারকা। গেটাফের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটে দানি কারভাহালের গোলে প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে বেল গোল করলে ২-০ ব্যবধানের অনায়াস জয় নিয়েই মাঠ ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা। এই গোলে নতুন এক কীর্তিও গড়েন গ্যারেথ বেল। স্প্যানিশ লা লিগায় সর্বশেষ চার মৌসুমের সবকটিতেই রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচে গোল করার রেকর্ড গড়লেন তিনি। শুরুটা করেছিলেন ২০১৫-১৬ মৌসুমে। সেবার লিগের প্রথম ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ ছিল রিয়াল বেটিস। সেই ম্যাচে গোল করেই নতুন মৌসুম শুরু করেছিলেন বেল। ২০১৬-১৭ মৌসুমে রিয়াল সোসিয়েদাদ এবং ২০১৭-১৮ মৌসুমে দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও গোল করে রিয়াল মাদ্রিদের নতুন মৌসুম শুরু করেন সাবেক টটেনহ্যাম হটস্পারের এই ওয়েলস তারকা। এবারও সেই একই চিত্রনাট্য! লা লিগায় রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ মানেই গোল থাকছে বেলের। তবে এবার অবশ্য একটু আফসোস থাকতে পারে হাজার কোটি টাকার বিনিময়ে রিয়ালে যোগ দেয়া এই তারকা ফুটবলারের। গেটাফের বিপক্ষে রবিবার যে রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটি করেন তিনি। তবে গোল তো পেয়েছেন নতুন মৌসুমের প্রথম ম্যাচে? বেলের জন্য এটাই বেশ আনন্দের। জয়ের পর টুইটারে নিজের অনুভূতি জানাতে গ্যারেথ বেল নিজেও লিখেন, ‘লা লিগার নতুন মৌসুমের পারফেক্ট সূচনা।’ স্বাগতিকরা এদিন জিতলেও একটি অনাকাক্সিক্ষত রেকর্ড করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল-গেটাফের প্রথম ম্যাচটা দেখতে হাজির ছিলেন মাত্র ৪৮ হাজার ৪৬৬ সমর্থক। যা গত ১০ বছরে বার্নাব্যুতে সবচেয়ে কম দর্শকের রেকর্ড! ১০ বছর পর মানেই বাকি অংশটা বুঝে নেয়ার কথা। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্লাবে যোগ দেয়ার আগে খুবই বাজে একটা সময় পার করছিল রিয়াল। মাঠে সাফল্য নেই, গ্যালারিতে ভিড় নেই। প্রতিদ্বন্দ্বী বার্সিলোনা নিজেদের সেরা সময় পার করছে। সে সময় ব্যবসায়ী বুদ্ধিতে সব সময় চমকে দেয়া ফ্লোরেন্তিনো পেরেজের একটি চালেই অবস্থা পালটে গিয়েছিল। বিশ্ব রেকর্ড গড়ে রোনাল্ডোর আবির্ভাবের পরই বার্নাব্যুর গ্যালারিতে দর্শকের ভিড় বাড়তে শুরু করেছিল। সে পথেই এসেছিল সাফল্য। কিন্তু নতুন মৌসুম শুরুর আগেই রোনাল্ডোর বিদায়, আবারও সে সব দিন ফিরিয়ে এনেছে বার্নাব্যুতে। রিয়াল যতই বেল-বেনজেমা কিংবা এসেনসিওদের দিয়ে গোল আদায় করা কিংবা শিরোপার কথা ভাবুক না কেন, রোনালদোর মতো তারকার অভাব যে সহজে পূরণ হবে না, সেটা বোঝা গেছে লীগের প্রথম ম্যাচেই। সর্বশেষ বার্নাব্যুতে এত খালি আসন পরে থাকতে দেখা গিয়েছিল ২০০৮-০৯ মৌসুমে। বার্সিলোনার কাছে ৬-২ গোলে হারা সেই বিখ্যাত ম্যাচসহ টানা পাঁচ ম্যাচ হেরেছিল রিয়াল সেবার। হার দেখতে দেখতে ক্লান্ত রিয়ালের দর্শক তাই শেষ দিকে মাঠে আসা কমিয়ে দিয়েছিলেন। তবে রিয়ালের শূন্যস্থান পূরণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে স্পেনের জায়ান্ট ক্লাবটি। এ বিষয়ে এখনও আশা ছাড়ছেন না ফ্লোরেন্টিনো পেরেজ। তিনি প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা নেইমারকেই দলে ভেড়াতে আশাবাদী। সে জন্য অবিশ্বাস্য ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতেও রাজি আছেন ফ্লোরেন্টিনো পেরেজ! যদিওবা এ মুহূর্তে নেইমার পিএসজি ছাড়বেন কি না সেটা যদি কিন্তুর ওপর নির্ভর করছে। কেননা নেইমারকে ধরে রাখতে মরিয়া পিএসজি। নতুন মৌসুম শুরুর আগে ব্রাজিলিয়ান তারকাও সাফ জানিয়ে দেন যে প্যারিসেই থাকছেন তিনি।
×