ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিনসিনাটি মাস্টার্স শিরোপা বার্টেন্সের

প্রকাশিত: ০৫:২৪, ২১ আগস্ট ২০১৮

 সিনসিনাটি মাস্টার্স শিরোপা বার্টেন্সের

স্পোর্টস রিপোর্টার ॥ দুইবার সিনসিনাটি মাস্টার্সে শিরোপা হাতছাড়া হয়েছে রোমানিয়ার বিশ্বসেরা টেনিস কন্যা সিমোনা হ্যালেপের। এবার আরেকটি সুযোগ এসেছিল চ্যাম্পিয়ন হওয়ার। কিন্তু বিশ্বের এই এক নম্বর তারকাকে আবারও হতাশায় নিমজ্জিত হতে হয়েছে। সেটি করেছেন হল্যান্ডের অবাছাই তারকা কিকি বার্টেন্স। ফাইনালে বিশ্বের এ ১৭ নম্বর র‌্যাঙ্কিংধারী বিশ্বসেরা রোমান তারকার প্রতিরোধ ২ ঘণ্টার কিছু বেশি সময়ের লড়াইয়ে ভেঙ্গে দিয়ে জয় তুলে নেন ২-৬, ৭-৬ (৮-৬), ৬-২ সেটে। এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা জয় এবং সেরা শিরোপা ডাচ্ তরুণী বার্টেন্সের। চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে আছেন ২৬ বছর বয়সী ডাচ্ তরুণী বার্টেন্স। সেরা দশে থাকা ৯ জনকে ইতোমধ্যে হারিয়ে ছিলেন। তবে এরপরও ফাইনালে এবার জেতার প্রত্যয় জানিয়েছিলেন সিমোনা। গত সপ্তাহেই মন্ট্রিয়ালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন সিমোনা। সেটি ছিল চলতি বছরের তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পান। তবে সিনসিনাতি মাস্টার্স বলেই সমর্থকদের অনেকের মধ্যেই সংশয় ছিল! কেননা, এর আগেও যে দুইবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেননি। ২০১৫ সালে প্রথমবারের মতো সিনসিনাটি মাস্টার্সের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেললেও হেরে যান সেরেনা উইলিয়ামসের কাছে। আর গত বছর তার সামনে বাধা হয়ে দাঁড়ান স্পেনের গারবিন মুগুরুজা। তার কাছেও টিকতে পারেননি রোমান তারকা। তবে টানা ৯ জয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন সিনসিনাটিতে। এবার আগের দুটি ফাইনালের চেয়ে কিছুটা দুর্বলতর প্রতিপক্ষ পেয়েছিলেন। শুরুটা ভালই হয়েছিল। প্রথম সেটেই ৬-২ ব্যবধানে উড়িয়ে দেন বার্টেন্সকে। কিন্তু দ্বিতীয় সেটের লড়াইয়ে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন ডাচ্ তরুণী। ফয়সালার জন্য যেতে হয়েছে টাইব্রেকে। শেষ পর্যন্ত জিতে যান বার্টেন্স এবং ম্যাচে সমতা আনেন। শিরোপা নির্ধারণী তৃতীয় ও শেষ সেটে একেবারে খুঁজেই পাওয়া গেলনা সিমোনাকে। ৪-১ ব্যবধানে এগিয়ে যান শুরুতেই, সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি রোমান তারকার। জিতে যান বার্টেন্স। এত বড় একটি শিরোপা হয়তো জেতা হতো না, গত মৌসুমে টানা বাজে নৈপুণ্য দেখাতে থাকা বার্টেন্স অবসর নেয়ার চিন্তা ভাবনাও শুরু করে দিয়েছিলেন।
×