ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটবলের পর সুখবর হকিতেও

প্রকাশিত: ০৫:১৯, ২১ আগস্ট ২০১৮

ফুটবলের পর সুখবর হকিতেও

রুমেল খান ॥ ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমস হকিতে ফুটবল নিয়ে কোন আশাই ছিল বাংলাদেশের। অথচ বিস্ময়করভাবে থাইল্যান্ডের সঙ্গে ড্র করে এবং কাতারকে হারিয়ে এই প্রথমবারের মতো তারা নাম লিখিয়েছে দ্বিতীয় রাউন্ডে। ফুটবলের পর এবার সুখবর এসেছে ফিল্ড হকিতেও। বাংলাদেশ অ-২৩ জাতীয় হকি দল ওমানকে হারিয়েছে ২-১ গোলে। সোমবার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে তারা শুধু হারায়নি, এ জয়ে মধুর প্রতিশোধও নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ এদিন ওমানের গোলমুখে ১০ বার শট নিয়ে দুটিতে সাফল্য পায়। একটি ফিল্ড গোল, অন্যটি পেনাল্টি কর্নার থেকে। দুই গোলদাতা মোহাম্মদ আরশাদ হোসেন এবং আশরাফুল ইসলাম। ওমানের একমাত্র গোলদাতা আমর জুমা সেলিম। এশিয়ান গেমসে বাংলাদেশ পুল ‘বি’ তে খেলছে। প্রতিপক্ষ দলের মধ্যে রয়েছে মালয়েশিয়া, পাকিস্তান, ওমান, থাইল্যান্ড ও কাজাখস্তান। গত মার্চে এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে ওমানের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে ইন্দোনেশিয়ায় মূলপর্বে ঠিকই কড়ায়-গ-ায় বদলাটা নিয়েই নিল তারা। জবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। এর সুফলও পায়। প্রথম কোয়ার্টারেই আগে গোল করে এগিয়ে যায়। ১৪ মিনিটে গোলটি করেন ফরোয়ার্ড আরশাদ হোসেন (১-০)। তবে এই সুখ বেশিক্ষণ সয়নি বাংলাদেশের। ২৩ মিনিটে আল-শাইবির গোলে সমতা ফেরে ওমান (১-১)। এর ফলে দুশ্চিন্তায় পড়ে যায় বাংলাদেশ। তবে সেটা মাত্র মিনিট চারেকের জন্য। তারপরই আবারও গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) পায় তারা। আর তা থেকে গোল করতে কোন ভুল করেননি ডিফেন্ডার আশরাফুল ইসলাম (২-১)। পরের দুই কোয়ার্টারে আক্রমণ-প্রতি আক্রমণে বেশকটি সুযোগ পেলেও তা থেকে গোল হয়নি। এই স্কোরলাইনেই খেলা শেষ হলে জয়ের উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। গত মার্চে ওমানের মাটিতে বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও বাংলাদেশ হেরেছিল ০-২ গোলে। পাঁচ মাস পর সেই হারের প্রতিশোধ নিয়ে দেশকে দারুণ এক জয় উপহার দিলেন মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা। এশিয়ান গেমস হকিতে ওমানের বিপক্ষে ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে নিয়েছিল বাংলাদেশ। এ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল বাংলাদেশের ষষ্ঠ হওয়ার সম্ভাবনা। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক হকিতে ওমান হয়ে উঠেছে অন্যতম শক্ত প্রতিপক্ষ। যে কারণে এ ম্যাচটি নিয়েই বেশি চিন্তা ছিল জিমি-চয়নদের কোচ কৃষ্ণমূর্তির। তবে সব শঙ্কা দূর করে ওমানের বিপক্ষে সেই ‘ফাইনাল’ জিতেই এশিয়ান গেমস হকি শুরু করে বাংলাদেশ। বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ওমানকে। ওমানকে হারানোয় বাংলাদেশের অন্তত ষষ্ঠ হওয়ার সম্ভাবনা বেঁচে থাকল। বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২২ আগস্ট কাজাখস্তানের বিপক্ষে।
×