ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এনজিওগ্রামের পর রাবেয়া-রোকাইয়া ভাল আছে

প্রকাশিত: ০৫:০৮, ২১ আগস্ট ২০১৮

 এনজিওগ্রামের পর রাবেয়া-রোকাইয়া ভাল আছে

স্টাফ রিপোর্টার ॥ জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়ার এনজিওগ্রামের পর তাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিকভাবে হচ্ছে। তারা ভাল আছে। আগামী নবেম্বর ও জানুয়ারিতে দুটি বড় ধরনের অস্ত্রোপচার করা হবে। সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন জনকণ্ঠকে এক কথা জানিয়ে বলেন, শিশু রাবেয়া-রোকাইয়ার এনজিওগ্রামের পর তাদের রক্ত চলাচল স্বাভাবিক আছে। আরও কয়েকদিন তাদের শরীরের পর্যবেক্ষণ করা হবে। ঈদের পর তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। এর আগে রবিবার সকালে জোড়া শিশু রাবেয়া-রোকাইয়ার দ্বিতীয় দফায় এনজিওগ্রাম সফল সম্পন্ন করা হয়েছে। প্রায় ছয় ঘণ্টা ধরে তাদের এনজিওগ্রাম করা হয়। অস্ত্রোপচারের আগে তাদের এনজিওগ্রাম সফল হয়েছে বলে জানিয়েছে দেশী-বিদেশী চিকিৎসক দল। শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন জানান, রবিবার টানা ছয় ঘণ্টা এনজিওগ্রাম করার সময় রাবেয়া-রোকাইয়ার চিকিৎসক দলের সঙ্গে যুক্ত দুই বিদেশী চিকিৎসকও উপস্থিত ছিলেন। ডাঃ সামন্ত লাল সেন জানান, তাদের চিকিৎসা দীর্ঘমেয়াদী। আমাদের অনেক দূর যেতে হবে।
×