ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মওদুদ নিজ বাড়িতে অবরুদ্ধ- অভিযোগ বিএনপির

প্রকাশিত: ০৫:০৭, ২১ আগস্ট ২০১৮

  মওদুদ নিজ বাড়িতে অবরুদ্ধ- অভিযোগ বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদকে তার নিজ গ্রামের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশেই মওদুদ আহমেদকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই ধরনের অমানবিক ঘটনা সৃষ্টি করার পরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেটাকে নিয়ে তামাশা ও উপহাস করছেন। একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, তার স্বাভাবিক জীবন-যাপন করার সুযোগ নেই শেখ হাসিনার নেতৃত্বে এই ভোটারবিহীন সরকারের আমলে। সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দশ বছরের মধ্যে কোন ঈদের সময়ই বাজারে এমন মন্দাভাব দেখা যায়নি। ব্যবসায়ীরা দোকানে ঈদের সামগ্রী তুলে বিপাকে পড়েছেন। কারণ বেচা-বিক্রি বন্ধ। এই দুঃশাসনের অবসান না হলে দেশের মানুষের মুক্তি মিলবে না। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক মামুন আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু ও মুনির হোসেন উপস্থিত ছিলেন।
×