ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে কঠোর নিরাপত্তা

প্রকাশিত: ০৫:০৫, ২১ আগস্ট ২০১৮

 জাতীয় ঈদগাহ ময়দান ঘিরে কঠোর  নিরাপত্তা

স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দান ও গুরুত্বপূর্ণ স্থাপনা থাকছে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে। ঈদগা ময়দানের প্রবেশ পথে বসানো হচ্ছে আর্চওয়ে মেটাল ডিটেক্টর। সেই সঙ্গে ঈদগা ময়দানসহ আপশাশে বসানো হয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। ঈদগা ময়দানসহ আশপাশের এলাকায় সকাল থেকেই যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগত ধর্মপ্রাণ মুসল্লিদের যানবাহন রাখার জন্য ময়দানের আশপাশের এলাকায় পার্কিংয়ের জায়গা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ঈদের পর যানজট এড়াতে কোরবানির প্রাণীর চামড়াবাহী যানবাহনকে নিরাপদে সাভারের চামড়া শিল্প নগরীর দিকে পাঠানো হবে। সোমবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়াসহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা জাতীয় ঈদগা মাঠ পরিদর্শন করেন। পর্যায়ক্রমে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদও পরিদর্শন করবেন। ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগা মাঠ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুরো এলাকার ওপর তারা নজরদারি করে যাচ্ছেন। ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগা মাঠের জামাতে অংশ নিচ্ছেন রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিচারপতি, কূটনৈতিক, উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসল্লিগণ। ঈদগা মাঠ ও তার আশপাশের এলাকা বম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে তল্লাশি চালানো হবে। ময়দান চারদিকে থাকা উঁচু ভবনগুলোতে ওয়াচ টাওয়ার বসছে। পুলিশ ও র‌্যাবের তরফ থেকে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। এসব এলাকায় যানবাহন ও জনসাধারণকে তল্লাশি চালাতে একাধিক চেকপোস্ট বসানো হচ্ছে।
×