ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে ষাঁড়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু ॥ দুজনকে হত্যা

প্রকাশিত: ০৫:০০, ২১ আগস্ট ২০১৮

 রাজধানীতে ষাঁড়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু ॥ দুজনকে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে দুই যুবককে হত্যা করা হয়েছে। পুরান ঢাকার পোস্তগোলায় ষাঁড়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় পাঠাওয়ের এক চালক নিহত হয়েছে। সোমবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, তুচ্ছ ঘটনার জের ধরে পুরান ঢাকার আগা সাদেক রোডে গাফ্ফার মোল্লা (১৮) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনার জড়িত সন্দেহে শাকিব নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বন্ধু অপু জানায়, নিউমার্কেটে একটি কাপড়ের দোকানে চাকরি করে গাফ্ফার। পুরান ঢাকার সাত রওজা আবুল হাসনাত রোডের একটি বাসায় থাকতো গাফফার। অপুর আরও জানান, রবিবার রাতে এলাকারই শাকিবসহ ৩/৪ জন মিলে গাফ্ফারকে মারধর করে। একপর্যায়ে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে তার মৃত্যু হয়। এদিকে রবিবার গভীররাতে রাজধানীর মোহাম্মদপুরে একটি ঝাউবন থেকে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির পচাগলা মরদেহ উদ্ধার হয়েছে। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানায়, ৪-৫ দিন আগে কে বা কারা ওই ব্যক্তিকে হত্যা করে তার লাশ এই কাশবনে ফেলে গেছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, মোহাম্মদপুর বসিলা দয়াল হাউজিংয়ের ভেতরে ঝাউবন থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে অন্যত্র হত্যার পর এখানে ফেলে গেছে। মরদেহ পঁচে পোকা ধরায় শরীরে কোন আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। তদন্ত চলছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলেছে বলেও ওসি জানান। ষাঁড়ের গুঁতোয় এক ব্যক্তির মৃত্যু ॥ পুরান ঢাকার পোস্তগোলায় ষাঁড়ের গুঁতোয় অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শরীফ ও হাসান নামে দুই পথচারী জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পোস্তগোলা হরিচরণ সাহা রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাত ওই ব্যক্তি। এ সময় পেছন থেকে এসে একটি ষাঁড় তাকে গুঁতো দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাপসাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, বিকেলে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তার নামপরিচয় জানান চেষ্টা চলছে। ট্রাক ধাক্কায় পাঠাওয়ের চালক নিহত ॥ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় এ্যাপভিত্তিক পরিবহন সেবা পাঠাওয়ের এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোঃ সোহেল পারভেজ (৩০)। নিহতের বাবার নাম মোঃ ওয়াহিদুর রহমান। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার সদর থানার পাড়া গ্রামে। তিনি পরিবারের সঙ্গে হাজারীবাগের টালী অফিসের কাছে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
×