ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের যত চলচ্চিত্র

প্রকাশিত: ০৪:১০, ২১ আগস্ট ২০১৮

ঈদের যত চলচ্চিত্র

গৌতম পান্ডে ॥ ঈদে হলে গিয়ে চলচ্চিত্র উপভোগ করার মজাটাই আলাদা। বছরে দুটি ঈদ উৎসবে নতুন চলচ্চিত্র উপভোগের জন্য দর্শক বরাবরই উৎসুক থাকে। আত্মীয় পরিজন ও প্রিয় মানুষদের নিয়ে চলচ্চিত্র দেখতে যাওয়া বাঙালী মুসলমানদের সহজাত প্রবৃত্তিতে দাঁড়িয়েছে। এ সময় হল মালিকরাও নতুন চলচ্চিত্র দর্শকদের উপহার দেয়ার জন্য প্রেক্ষাগৃহকে ঘষেমেজে ঝকঝকে রাখার চেষ্টা করে। যদিও বেশ কয়েক বছর ঈদের সময় এ দৃশ্য তেমন চোখে পড়ে না। এবার কোরবানির ঈদের চলচ্চিত্র নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রপাড়ায় বইছে আলোচনার ঝড়। ঢাকার চলচ্চিত্র বাজারে এখন একটাই আলোচনা, ঈদের চলচ্চিত্র। কোন চলচ্চিত্র আসছে, কোনটা আসবে না-এসব নিয়েই জল্পনা-কল্পনা। এবারের ঈদের চলচ্চিত্র নিয়ে মাসের শুরুতে যেমনটা শোনা যাচ্ছিল, শেষ দিকে দেখা গেল সুর পাল্টিয়ে নতুন জল্পনা-কল্পনা। প্রায় এক মাস আগে শোনা যাচ্ছিল, এ বছর কোরবানি ঈদে পাঁচ থেকে ছয়টি চলচ্চিত্র মুক্তি পেতে পারে। কিন্তু এখন চিত্র বদলে গেছে। এবার মুক্তির মিছিলে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখ’, রাজা চন্দের ‘বেপরোয়া’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ও শাহিন সুমনের ‘মাতাল’। আগামীকাল বুধবার ঈদ। এখনো অনিশ্চিত ঈদের চলচ্চিত্রের তালিকা! সম্প্রতি বছরগুলোতে দেখা যাচ্ছে বিরক্তিকর এক দৃশ্য। ঈদের চলচ্চিত্র মুক্তির বেলাতেই এই বিরক্তি। ঈদের আগের দিনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কোন চলচ্চিত্রটি মুক্তি পাবে। প্রতিবারই আওয়াজে থাকে বেশ কিছু চলচ্চিত্র। আবার নিয়ম মানা না মানার অভিযোগেও ঝুলতে থাকে কিছু চলচ্চিত্র। কেবলমাত্র চাঁদরাতেই নিশ্চিন্তে বলা যায় কোন চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। রবিবার বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল ‘ক্যাপ্টেন খান’ ও ‘মনে রেখো’ চলচ্চিত্র দুটি। খবরটি নিশ্চিত করেন সেন্সর বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রযোজক নাসির উদ্দিন দিলু। এখন এবার ঈদে মুক্তি দিতে আর কোন বাধা রইল না ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ দুটি চলচ্চিত্রের। নাসির উদ্দিন দিলু বলেন, দুটি চলচ্চিত্র দেখার পর আমার ভাল লেগেছে। ‘কর্তন ছাড়াই’ মুক্তির অনুমতি পেয়েছে ছবি দুটি। ‘ক্যাপ্টেন খান’ চলচ্চিত্রে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। আরও অভিনয় করেছেন কলকাতার পায়েল মুখার্জি। এছাড়াও আছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ। চলচ্চিত্রের টিজার দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, এ্যাকশন রোমান্টিক গল্পের উপস্থাপনার পাশাপাশি এ চলচ্চিত্রে রয়েছে পারিবারিক আবহ। চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ, হৃদয় খান ও কলকাতার আকাশ। চলচ্চিত্রের গানগুলোর কোরিওগ্রাফি করেছেন আদিল শেখ। চলচ্চিত্রটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে শাকিব-বুবলীর ভক্তদের। চলচ্চিত্রটির ব্যাপারে আগ্রহী হল মালিকরাও। তবে ছবিটি ১৮০-২০০ হলে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। এমনটাই জানালেন প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি বলেন, গেল রোজার ঈদেও সর্বাধিক হলে চলচ্চিত্র মুক্তি দিয়েছিলাম আমরা। এবারেও তার ব্যতিক্রম হবে না। এখন পর্যন্ত ১০০ হলেরও বেশি নিশ্চিত হয়েছে। আশা করছি ১৮০ হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে পারব। সেলিম খান মনে করেন, ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খানের চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। সবার মনযোগ এইচলচ্চিত্রকে কেন্দ্র করেই। ওয়াজেদ আলী সুমন বেশ যত্ন করে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ভাল গল্প ও শাকিব-বুবলীকে নতুন আঙ্গিকে উপস্থানের চেষ্টা করা হয়েছে এই ছবিতে। একটি মসলাদার আইটেম গানসহ রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গানও। এদিকে হার্টবিট প্রোডাকশনের প্রযোজনায় মাহিয়া মাহি ও কলকাতার হিরো বনি অভিনীত ‘মনে রেখো’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়ী, মিশা সওদাগর, তুলিকা প্রমুখ। চিত্রনায়িকা ববি ও এই প্রজন্মের নায়ক রোশান এবারের ঈদে দর্শকদের জন্য ‘বেপরোয়া’ নামে নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হওয়ার কথা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। রোশান ও ববি চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। রোশান বলেন, এ চলচ্চিত্রে দর্শক এ্যাকশন, সুন্দর কিছু গান, ফ্যামিলি ড্রামা সবই খুঁজে পাবেন। আর ঈদে নায়ক হিসেবে নিজের চলচ্চিত্র মুক্তির খবরটি সবসময়ই আনন্দের। এ সময় দর্শক আগ্রহ নিয়ে চলচ্চিত্র দেখতে হলে যান। আশা করছি ‘বেপরোয়া’ দর্শকদের সেরা পছন্দ হবে ঈদে। ববি বলেন, অনেক ভাল একটি গল্প রয়েছে এ সিনেমায়। আমি চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। এদিকে চলচ্চিত্রের পরিচালক রাজা চন্দকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি বলছে, কলকাতার এই পরিচালকের চলচ্চিত্র মুক্তি হবে অবৈধ। কারণ তিনি চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ নেননি। তবে এ প্রসঙ্গে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, পরিচালক সমিতির এই অভিযোগের কোন ভিত্তি নেই। নিয়ম মেনেই এ সিনেমার কাজ করা হয়েছে। রোশান-ববি ছাড়াও ‘বেপরোয়া’ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, কাজী হায়াৎ, কমল, রেবেকা, চিকন আলী প্রমুখ। মার্চ মাসে সেন্সর ছাড় পেয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন ও মাহি। মুক্তির মিছিলে নবাগত নায়িকা অধরা খান অভিনীত চলচ্চিত্র ‘মাতাল’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহিন সুমন। শনিবার রাতে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে চলচ্চিত্রের টিজার। এখানে দেখা যাচ্ছে চলচ্চিত্রটির চমকপ্রদ কিছু দৃশ্য। এ্যাকশন, রোমান্স ও চলচ্চিত্রের কাহিনীর ছোঁয়া পাওয়া যাচ্ছে টিজারে। চলচ্চিত্রটির নায়ক সাইমন সাদিক বলেন, অনেক পরিশ্রম করেছি। শাহীন সুমন ভাই বড় বাজেটে সফল চলচ্চিত্রের পরিচালক হিসেবে পরিচিত। তার চলচ্চিত্র ঈদে সবসময়ই ভাল ব্যবসা করেছে। তার মতো নির্মাতার চলচ্চিত্রে ঈদের নায়ক হয়ে হাজির হতে পারাটা অনেক বেশি আনন্দের। অধরা নতুন, কিন্তু ভাল কাজ করেছেন। চলচ্চিত্রটির নায়িকা অধরা খান বললেন, আমি খুবই আনন্দিত ঈদের চলচ্চিত্রে নায়িকা হিসেবে আমার অভিষেক ঘটবে। ঈদের মতো একটি বড় উৎসবে দর্শকদের সামনে হাজির হতে পারাটা সৌভাগ্যের বিষয়। এটা অবশ্যই আমার জন্য বিশাল পাওয়া। শাহীন সুমন ভাই আমাদের দেশীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্র পরিচালক। উনাকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই। আশা করছি আমাদের অভিনয় মন ভরাবে সবার। সনি মুভিজ ইন্টারন্যাশনাল পরিবেশিত এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ত্রিভুজ প্রেমের গল্পে। এর চিত্রনাট্য করেছেন দেলওয়ার হোসেন দিল। চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সাইমন ও অধরা। প্রকাশিত এই চলচ্চিত্রের পোস্টারে বোতল আকৃতির নামলিপিও আলাদাভাবে নজর কেড়েছে দর্শকের। পোস্টারে অধরা ছাড়াও রয়েছেন সাইমন সাদিক, মিশা সওদাগর, শিপন মিত্রসহ অনেকে।
×