ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নেয়ার বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ০৩:৪৮, ২১ আগস্ট ২০১৮

 চট্টগ্রামে যাত্রীদের  কাছ থেকে বাড়তি  ভাড়া নেয়ার  বিরুদ্ধে  অভিযান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ঈদে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদারের নেতৃত্বে নগরীর অলংকার মোড় এবং একে খান মোড় এলাকায় পরিচালিত এই আদালত আদায় করা বাড়তি ভাড়া ফেরত দিতে বাধ্য করে। জানা যায়, সকাল থেকেই পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে দেড়গুণ থেকে দ্বিগুণ পর্যন্ত ভাড়া আদায় করছিল। এ নিয়ে যাত্রী সাধারণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। তবে ঈদে বাড়ি যেতে হবে বিধায় না মেনেও উপায় ছিল না। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট অলংকার মোড় ও একে খান গেট এলাকায় গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। যাত্রীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। তখন পরিবহণ মালিক ও শ্রমিকরা বাড়তি ভাড়া আদায় বন্ধ করে। শুধু তাই নয়, দ্বিগুণ মূল্যে টিকেট সংগ্রহকারী যাত্রীদের কাছে বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত এ সময় বাসের ফিটনেস এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ কাগজপত্রও পরীক্ষা করে। প্রসঙ্গত, ঈদ-উল আজহা উদযাপনের লক্ষ্যে লাখ লাখ মানুষ সপরিবারে শহর ছাড়ছে। তাদের লক্ষ্য গ্রামীণ বাড়িতে স্বজনদের সঙ্গে ঈদ পালন করা। একসঙ্গে এত মানুষের চাপ সৃষ্টি হওয়ায় সুযোগ নিচ্ছে পরিবহনগুলো।
×