ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে হিমাদ্রি হত্যায় ব্যবহৃত সেই কুকুরের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৭, ২১ আগস্ট ২০১৮

 চট্টগ্রামে হিমাদ্রি হত্যায় ব্যবহৃত সেই কুকুরের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চাঞ্চল্যকর হিমাদ্রি মজুমদার হিমু হত্যাকান্ডে ব্যবহৃত সেই রড-ওয়েলার জাতের জার্মান কুকুরটির মৃত্যু হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় সোমবার সকালে এটি মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডাঃ শাহাদাত হোসেন। উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কে অবস্থিত ‘ফরহাদ ম্যানশন’ নামের একটি ভবনের ছাদে হিংস্র এই কুকুর লেলিয়ে হিমুকে হত্যা করা হয়েছিল। কুকুরের আক্রমণ থেকে বাঁচতে সে ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর গুরুতর অবস্থায় তাকে প্রথমে চট্টগ্রামের একটি হাসপাতালে এবং পরে ঢাকায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। ২৬ দিন চিকিৎসাধীন থেকে ওই বছরের ২৩ মে হিমুর মৃত্যু হয়। হিমাদ্রি মজুমদার হিমু ছিল সামারফিল্ড স্কুল এ্যান্ড কলেজের এ লেভেলের শিক্ষার্থী।
×