ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যেখানে ব্র্যাডম্যানের পরই কোহলি

প্রকাশিত: ০৭:০৫, ২০ আগস্ট ২০১৮

 যেখানে ব্র্যাডম্যানের পরই কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ জীবদ্দশায় স্যার ডন ব্র্যাডম্যান একবার শচীন টেন্ডুলকরকে নিয়ে বলেছিলেন, ‘ছেলেটার ব্যাটিংয়ে আমি নিজেকে খুঁজে পাই।’ ভারতীয় লিজেন্ডকে অনেকেই এ ‘যুগের ব্র্যাডম্যান’ বলে অভিহিত করতেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরিসহ অনেক রেকর্ড তার দখলে, কিন্তু ব্র্যাডম্যানীয়-গড়ের (টেস্টে ৯৯.৯৬) ধারে কাছেও যেতে পারেননি। ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি বিরাট কোহলি। তবে একটা ক্ষেত্রে পূর্বসূরি গ্রেট শচীনকে ছাড়িয়ে তো বটেই, এমন কি স্যার ডনের পিছু ছুটছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। ৬৯ টেস্টের ক্যারিয়ারে ১৮ বার হাফ সেঞ্চুরির বিপরীতে তার সেঞ্চুরি ২২টি। হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে নিয়ে যেতে সফলতার হার শতকরা ৫৫.০০ ভাগ। ১৩ হাফ সেঞ্চুরির বিপরীতে ২৯ সেঞ্চুরি নিয়ে তার ওপরে কেবল ব্র্যাডম্যান। এক্ষেত্রে প্রয়াত অসি-ব্যাটিং অধিশ্বরের সফলতা ৬৯.০৪ ভাগ। চলতি সফরের আগে ইংল্যান্ডের মাটিতে কোহলির ব্যাটিং গড় ছিল ১৩.৪০। এজবাস্টনে দল হারলেও দুই ইনিংসে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি হাঁকানো অধিনায়ক ট্রেন্ট ব্রিজের তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে খেললেন ৯৭ রানের দারুণ এক ইনিংস। বিরাট কোহলির নার্ভাস নাইনটিজ? টেস্টে এ এক বিরল ঘটনা। এর আগে মাত্র একবারই নড়বড়ে নব্বইয়ের শিকার হয়েছেন। সেটিও প্রায় ৫ বছর আগে। হাফ সেঞ্চুরি করলে সেটিকে সেঞ্চুরিতে টেনে নিয়ে যাওয়ার সুখ্যাতি আছে কোহলির। টেস্টে হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দেয়ার হার তার অবিশ্বাস্য। ফিফটির চেয়ে তাই সেঞ্চুরিই বেশি। ২২ সেঞ্চুরির বিপরীতে ফিফটি ১৮টি। সেটিও এদিনের ৯৭ রানের ইনিংসটি ধরে। নাহলে তো ২৩ সেঞ্চুরি আর ১৭ ফিফটি হতো। ফিফটিকে সেঞ্চুরিতে নিয়ে যাওয়ার এই অবিশ্বাস্য ক্ষমতায় কোহলির সঙ্গে তুলনা হতে পারে কেবল ডন ব্র্যাডম্যানেরই। কমপক্ষে ২০টি সেঞ্চুরি করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে ফিফটি-সেঞ্চুরি রূপান্তর হারে কোহলির ওপরে আছেন কেবল ব্র্যাডম্যান। অনেকের চোখে আধুনিক যুগের ব্র্যাডম্যান ছিলেন যিনি সেই শচীন টেন্ডুলকরের সব ব্যাটিং রেকর্ড নাকি কোহলি একদিন ভেঙ্গে দেবেন। যেভাবে ছুটছেন, সবচেয়ে বেশি রান আর সেঞ্চুরির আসল দুই রেকর্ড কোহলি টেন্ডুলকরের কাছ থেকে বুঝে নেবেন হয়তো। তবে টেন্ডুলকরের আরেকটি রেকর্ড যে কোনভাবেই কোহলি পেতে চান না, এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে টেন্ডুলকর সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন। টেন্ডুলকর এই ভেবে আফসোস করতে পারেন, সেঞ্চুরি আরও অনেকগুলো হতেই তো পারত। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ বার নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন তিনি। এটিও একটি বিশ্ব রেকর্ড।
×