ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকার না চাইলেও বিএনপি নির্বাচনে যাবে

প্রকাশিত: ০৫:৪৪, ২০ আগস্ট ২০১৮

 সরকার না চাইলেও বিএনপি নির্বাচনে যাবে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ সরকার না চাইলেও বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। ফখরুল বলেন, বিএনপি নির্বাচনে আসুক সেটি আওয়ামী লীগ চায় না বলেই তারা নানা অজুহাতে বাধা সৃষ্টি করছে। তবে যত বাধাই আসুক না কেন, খালেদা জিয়াকে মুক্ত করেই বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই শপথ নিয়েছে দলের প্রতিটি নেতাকর্মী। তবে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে। আর সে জন্য একেক সময় একেক ধরনের কথা বলে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংলাপের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বরাবরই বলছি সংলাপ ছাড়া কোন সমস্যার সমাধান করা সম্ভব নয়। আওয়ামী লীগ মুখে এ বিষয়ে দুই-একটি কথা বলে। কিন্তু বাস্তবে তার উল্টোটা করেন যেন বিএনপি না আসতে পারে। তিনি বলেন, খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু বর্তমান সরকার তাকে কারাগারে আটকে রেখেছে। আজকে তাকে মুক্ত করার শপথ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল। তিনি বলেন, আজকে আমাদের জোরালো আহ্বান, কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করার কারণে যেসব নিরীহ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে তাদের ঈদের আগে মুক্তি দেয়া হোক। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপির হাতে তো স্টিয়ারিং নেই। স্টিয়ারিং তো বর্তমান সরকারের হাতে। এক-এগারোর সরকার তো আওয়ামী লীগই এনেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক-এগারোর সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং তারাই এক-এগারোর ষড়যন্ত্র করছেÑ আমরা নই। অপর এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ওয়ান-ইলেভেনের সুবিধাভোগী আওয়ামী লীগ চক্রান্তের মধ্য দিয়ে দেশে আরেকটি বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনার পথ রুদ্ধ করতে চায়। ওয়ান-ইলেভেনের মধ্যে বিএনপিকে টেনে আনা মানেই হচ্ছে এখানে আওয়ামী লীগের কোন কুমতলব আছে। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের ছাত্রছাত্রীরা দুটি ভিন্ন ইস্যুতে আন্দোলন করে আসছিল। এ আন্দোলনের প্রকৃতি ছিল সম্পূর্ণভাবে ভিন্নধর্মী। শিক্ষার্থীদের কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন প্রচলিত রাজনৈতিক ও পেশাজীবীদের আন্দোলনের সঙ্গে কোন মিল নেই। বাসের চাপায় সহপাঠীদের মৃত্যুতে স্কুল-কলেজে পড়ুয়ারা রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রতিবাদ জানাতে। ভবিষ্যতে প্রাণহানি থেকে সহপাঠীদের বাঁচানোসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কোমলমতি শিশু-কিশোরদের এ আন্দোলন ছিল সবার জন্য শিক্ষণীয়। আন্দোলনেই সরকার পতন করা সম্ভব- নজরুল ॥ আন্দোলন করেই বর্তমান সরকারের পতন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপি এখনও শান্তিপূর্ণ আন্দোলন করছে। রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলের কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে ইয়ুথ ফেরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
×