ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিসে অচলাবস্থা কাটছে, চলছে রো রো ফেরি

প্রকাশিত: ০৫:৪৩, ২০ আগস্ট ২০১৮

     শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি সার্ভিসে  অচলাবস্থা  কাটছে, চলছে  রো রো ফেরি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি সার্ভিসে অচলাবস্থা কাটতে শুরু করেছে। রবিবার দুপুর থেকে চলতে শুরু করেছে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এর আগে শনিবার থেকে ৬টি ডাম্ব ফেরি চলা শুরু করে। এই রুটের ২১ ফেরির মধ্যে রবিবার চলছে ১৭ ফেরি। ফেরিগুলো অপেক্ষাকৃত কম লোড নিয়ে চলাচল করছে। তবে এখনও ফেরি চলছে ওয়ানওয়েতে। লৌহজং টার্নিং পয়েন্ট থেকে চায়না চ্যানেল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার ওয়ানওয়ে হওয়ায় কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট সময় বেশি লাগছে। এমনিতেই ফেরি পুরো সক্ষমতা নিয়ে চলতে পারছে না, ফেরি তার উপর সময় বেশি লাগায় গাড়ি পার করা যাচ্ছে কম। সপ্তাহ ধরে দৈনিক হাজার বারশ’ গাড়ি পার করলেও শনিবার এই রুটে পার করা হয়েছে ২৩শ’ যান। এর মধ্যে কিছু বাসও পার করা হয়েছে। আর রবিবার রো রো ফেরি চলায় গাড়ি পারাপারের সংখ্যা আরও বাড়বে। সকালে ঘাটে ছোট গাড়ির চাপ থাকলেও এখন তেমন চাপ নেই। তবে যানবাহনের চেয়ে এ ঘাটে যাত্রীর ভিড় বেশি রয়েছে। লঞ্চ ও সিবোটগুলোতে যাত্রী পারাপারের চাপ রয়েছে প্রচুর। লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া আদায় ॥ নিজস্ব সংবাদদাতা জানান, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বাড়ায় লঞ্চ ও স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। লঞ্চে ৩৩ টাকার ভাড়ার স্থলে ৪০ টাকা এবং স্পিডবোটে ১৫০ টাকার স্থলে ২০০ টাকা আদায় করা হচ্ছে। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট হয়ে ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চ ও স্পিডবোট ছিল যাত্রীতে পরিপূর্ণ। এদিন লঞ্চে যাত্রীদের কাছ থেকে ৩৩ টাকার স্থলে ৪০ টাকা ও স্পিডবোটে দেড় শ’ টাকার ভাড়া দুই শ’ টাকা আদায় করা হয় বলে যাত্রীরা অভিযোগ করেন।
×