ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিএসসির ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছে ৫১০০ সিনিয়র স্টাফ নার্স

প্রকাশিত: ০৫:৪৩, ২০ আগস্ট ২০১৮

পিএসসির ফল প্রকাশ, নিয়োগ পাচ্ছে ৫১০০ সিনিয়র স্টাফ  নার্স

স্টাফ রিপোর্টার ॥ সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে রবিবার ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। মেধা ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে এই প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এদিকে ৪০তম বিসিএসে প্রস্তুতি চলছে। বিভিন্ন পদে ২ হাজারেরও বেশি ক্যাডার পদে জনবল নিয়োগের সুপারিশ করতে পারে কমিশন। আগামী সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশ হতে পারে ৪০তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি। মাত্র এক মাসের মধ্যে একাধিক বিসিএসের কাজ শেষ করে ৫ হাজারেরও বেশি সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার ফল দ্রুততম সময়ে প্রকাশ করতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি বলেন, আমরা চাই দ্রুততার সঙ্গে কাজ করতে। একই সঙ্গে শতভাগ স্বচ্ছতাও আমরা নিশ্চিত করতে চাই। আমাদের সব সদস্য, কর্মকর্তা-কর্মচারী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন বলেই আজ পিএসসি একের পর এক পরীক্ষা নিতে পারছে, দ্রুততার সঙ্গে ফলও প্রকাশ করতে পারছে। রবিবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের সিনিয়র স্টাফ নার্স (দশম গ্রেড) পদে ৫১০০ প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। ফল পিএসসির ওয়েবসাইট িি.িনঢ়ংপ.মড়া.নফ এ পাওয়া যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদফতরের আওতায় চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬শ’ মিডওয়াইফ নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারী কর্মকমিশন। চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়।
×