ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বড়পুকুরিয়ার একটি ইউনিট চালানো হবে আজ থেকে

প্রকাশিত: ০৫:৪০, ২০ আগস্ট ২০১৮

  বড়পুকুরিয়ার একটি ইউনিট চালানো হবে আজ  থেকে

স্টাফ রিপোর্টার ॥ ঈদে উত্তরাঞ্চলের মানুষকে স্বস্তি দিতে আজ থেকে বড়পুকুরিয়া বিদ্যুত কেন্দ্রের একটি ইউনিট চালানো হবে। পিডিবি বলছে ৭০ মেগাওয়াটের ছোট ইউনিটটি ৬ থেকে ৭ দিন চালানো হবে। আজ সোমবার সান্ধ্যকালীন সর্বোচ্চ চাহিদার সময় কেন্দ্রটি থেকে বিদ্যুত উৎপাদন শুরু করা হবে। বিদ্যুত, জ¦ালানি, খনিজসম্পদ প্রতিমন্ত্রী রবিবার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা ইতোমধ্যে বড়পুকুরিয়া কেন্দ্র চালানোর জন্য নির্দেশ দিয়েছি; যাতে উত্তরাঞ্চলের মানুষ বিদ্যুতের ভাল সরবরাহ পায়। বড়পুকুরিয়া কয়লা খনি সরবরাহ করতে না পারায় ২১ জুলাই রাত দশটার দিকে কেন্দ্রটি বন্ধ করে দেয় বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। কেন্দ্রটি বন্ধের সময় এতে ৩৭০ টন কয়লা মজুদ ছিল। ওই মজুদ কয়লা দিয়ে কেন্দ্রটি চালাবে বিদ্যুত উন্নয়ন বোর্ড। পিডিবির সদস্য উৎপাদন সাঈদ আহমেদ রবিবার বিকেলে এ প্রসঙ্গে জানান, আজ সোমবার সন্ধ্যা থেকে কেন্দ্রটি চালানো হবে। যে কয়লা মজুদ রয়েছে তা দিয়ে ছয় থেকে সাত দিন একটি ইউনিট চালানো যাবে। এতে উত্তরাঞ্চলের ভোল্টেজ লেভেল ভাল হবে। মানুষ মানসম্মত বিদ্যুত সরবরাহ পাবে। বিদ্যুত কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ার পর রংপুরে প্রতিদিন ১৫০ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে। রংপুর এলাকার গ্রাহকের সাময়িক দুর্ভোগে এর আগে বিদ্যুত জ¦ালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পিডিবি বলছে বিদ্যুত কেন্দ্রটি পূর্ণমাত্রায় চালতে প্রতিদিন পাঁচ হাজার টন কয়লার দরকার হয়। কিন্তু এখন একটি ইউনিট সংস্কারের জন্য বন্ধ থাকায় দৈনিক চার হাজার টন কয়লা প্রয়োজন হচ্ছিল। তবে বড়পুকুরিয়া খনির কয়লা সরবরাহ বন্ধ হয়ে গেলে কেন্দ্রটি একেবারে বন্ধ হয়ে যায়। এদিকে কেন্দ্রটির জন্য কয়লা আমদানির দিকে ঝুঁকছে বিদ্যুত বিভাগ। ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তবে কয়লা আমদানির ক্ষেত্রে অবকাঠামো তৈরি না থাকায় বিষয়টি একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বন্দরে সীমিত পরিসরে কয়লা আমদানি করলেও বড়পুকুরিয়া পর্যন্ত পৌঁছে দেয়া একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হয়। বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ পিডিবিকে জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে আবার কয়লা উত্তোলন শুরু হবে। এতে কেন্দ্রটি চালাতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে কেন্দ্রটি পুরোদমে চালানো সম্ভব নয় বলে মনে করা হয়। স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ঈদ-উল-আজহা উপলক্ষে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের উদ্যোগ নিয়েছে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি)। এ জন্য ঈদের আগের দিন (২১ আগস্ট) ফের উৎপাদনে যাচ্ছে বন্ধ থাকা বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্রটি। সে লক্ষ্যে বড়পুকুরিয়া খনি থেকে অল্প অল্প করে পাওয়া কয়লা মজুদ করা হচ্ছে। কর্মকর্তাদের দাবি, এসব কয়লা দিয়ে অন্তত পাঁচ-ছয় দিন কেন্দ্রটি চালু রেখে আট জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা যাবে।
×