ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

প্রকাশিত: ০৫:৩৯, ২০ আগস্ট ২০১৮

   গণমাধ্যমকে আরও দায়িত্বশীল  ভূমিকা পালনের  আহ্বান

বিশেষ প্রতিনিধি ॥ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গণমাধ্যমকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের শীর্ষস্থানীয় পাঁচটি দৈনিকে ২০১৭ সালে প্রকাশিত জলবায়ু বিষয়ক খবর পর্যালোচনা করে প্রকাশিত গবেষণা প্রতিবেদন নিয়ে আলোচনাকালে তারা এ আহ্বান জানান। রবিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটর মহাপরিচালক মোঃ শাহ আলমগীর। উন্নয়ন সংগঠন নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ (এনসিসিবি) ট্রাস্ট আয়োজিত ওই অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিসিবির কো-অর্ডিনেটর মিজানুর রহমান বিজয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, ডিআরইউর সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র।
×