ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুয়াকাটা সৈকত রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা কাজ শেষের পথে

প্রকাশিত: ০৪:৪৬, ২০ আগস্ট ২০১৮

কুয়াকাটা সৈকত রক্ষায় অস্থায়ী প্রতিরক্ষা কাজ শেষের পথে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ আগস্ট ॥ সাগরের ভাঙ্গনের কবল থেকে কুয়াকাটার মূল সৈকত রক্ষায় পানি উন্নয়ন বোর্ড অস্থায়ী জরুরী প্রতিরক্ষার কাজ সম্পন্ন করেছে। সৈকতের শূন্য পয়েন্ট থেকে দুই দিকে আট শ’ মিটার দীর্ঘ সৈকতের বেলাভূমে তিন স্তরের জিও টেক্সটাইল ব্যাগে বালু বোঝাই করে ঢেউয়ের ঝাপটা ঠেকাতে পাউবো কর্তৃপক্ষ এমন উদ্যোগ নিয়েছে। এখন কুয়াকাটা পৌরসভা শুরু করেছে। পৌরসভা কর্তৃপক্ষ তিনদিনে সৈকতের শূন্য পয়েন্টে অন্তত তিন শ’ বস্তা দিয়েছেন। আরও বস্তা ফেলবেন বলে কুয়াকাটার মেয়র আব্দুল বারেক মোল্লা জানিয়েছেন। পাউবোর কলাপাড়াস্থ নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের জানান, ৩৮ লাখ টাকা ব্যয় আট শ’ মিটার সৈকত এলাকা ঢেউয়ের ঝাপটা থেকে রক্ষায় জরুরীভাবে এ বছরের জন্য অস্থায়ী এমন উদ্যোগ নেয়া হয়। আগামী অক্টোবর-নবেম্বরের মধ্যে কুয়াকাটা সৈকতকে সাগরের ভাঙ্গন থেকে রক্ষায় স্থায়ী প্রতিরক্ষার কাজ শুরু হবে বলেও পাউবোর এই কর্মকর্তা জানালেন। তবে প্রতিরক্ষা প্রকল্পের আদল পরিবর্তন হবে। নেদারল্যান্ডসের মতো করে সৈকত রক্ষায় যেসকল পদ্ধতিতে প্রটেকশন দেয়া হয়, এমন পদ্ধতি অনুসরণ করে কুয়াকাটা সৈকত রক্ষায় প্রকল্প নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে এই প্রকৌশলী নিশ্চিত করেছেন। এ লক্ষ্যে চূড়ান্তভাবে দ্রুত প্রকল্প তৈরির কাজ চলছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার ১৭ আগস্ট দিনভর কুয়াকাটা সৈকতের ভাঙ্গন এলাকা পরিদর্শন করে এমন সব নির্দেশনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। এ সময় পানি উন্নয়ন বোর্ড বরিশালের প্রধান প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×