ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়কে ছাত্র ও আওয়ামী লীগ নেতাসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:৪৩, ২০ আগস্ট ২০১৮

সড়কে ছাত্র ও আওয়ামী  লীগ নেতাসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও কালকিনিতে দুই স্কুল ছাত্র, নওগাঁয় আওয়ামী লীগ নেতাসহ দুই সিলেট ও গাজীপুরে দুই আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। . দিনাজপুর দিনাজপুরের আমবাড়ীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হওয়ার ঘটনায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এই ঘটনায় আহত হয়েছে আরেক শিশু শিক্ষার্থী ও তার বাবা। রবিবার সকাল সাড়ে ৮টার সময় এই দুর্ঘটনায় ঘটে। নিহত ছাত্রের নাম- অন্তর রায় (৯)। সে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ বিশ^নাথপুর গ্রামের কুমুদ রায়ের ছেলে। আহতরা হলো একই গ্রামের শিশু শিক্ষার্থী আদিত্য চন্দ্র রায়(৯) ও তার পিতা যতিন চন্দ্র রায়। জানা যায়, যতিন চন্দ্র রায় তার ছেলে আদিত্য চন্দ্র রায়কে বাইসাইকেলের সামনে ও ছেলের বন্ধু অন্তর রায়কে পেছনে ক্যারিয়ারে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় আমবাড়ি বাজারের পাশে বিপরীত দিক থেকে একটি ট্রলি বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে অন্তর রায় ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে, ট্রলিটি তার গলা ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অন্তর রায় মারা যায়। আহত হয় আদিত্য চন্দ্র রায় ও তার পিতা যতিন চন্দ্র রায়। এ ঘটনার পর মেরিগোল্ড প্রিপারেটি কিন্টারগার্টেনের স্কুলের অন্তর রায়ের সহপাঠীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে আমবাড়িতে মহাসড়ক অবরোধ করে। সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এ কারণে সড়কের দুই ধারে শত শত যানবাহন আটকা পড়ে যায়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুর ১২টা থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। . মাদারীপুর কালকিনিতে মাইক্রোবাস চাপায় সুমনা (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া গ্রামের রুহুল শরিফের মেয়ে। ওই স্কুলছাত্রী কর্ণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী। রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, মাওয়া থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ঘাতক মাইক্রোবাসটি উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়ায় এলে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্কুলছাত্রী সুমনার ওপরে উঠে যায়। এতে করে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এবং বেশকিছু গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। . নওগাঁ মান্দায় ও মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক আওয়ামী লীগ নেতাসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। এদিন সকাল ৯টার দিকে মান্দায় ট্রাকের চাপায় জাকিরুল ইসলাম (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হন। মান্দা-নিয়ামতপুর সড়কের বালুবাজার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকিরুল ইসলাম রাজশাহীর তানোর উপজেলার বাউরিগ্রাম এলাকার সামসুল আলমের পুত্র। তিনি আবাস নামে একটি বেসরকারী সংস্থার নিয়ামতপুর শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অপরদিকে এদিন বেলা ১১টায় মহাদেবপুরে অটোচার্জার উল্টে আমজাদ হোসেন (৬০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হন। আহত হয়েছেন সিদ্দিক (৫৫) নামে আরেক যাত্রী। উপজেলার মোল্লাকুড়ি-উত্তরগ্রাম সড়কের পবাপাতির মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ উপজেলার উত্তরগ্রামের নেপাল ম-লের পুত্র ও আহত সিদ্দিক উত্তরগ্রাম পলিপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা আহত সিদ্দিককে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। . সিলেট ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম আলাল মিয়া (৪০)। রবিবার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাল সিলেটের দক্ষিণ সুরমা ধরাধরপুর গ্রামের মৃত সারন মিয়ার ছেলে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ফজল জানান, সিলেট শহরমুখী কোরবানির গরু বোঝাই একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ট্রাকটি আটক করেছে পুলিশ। উল্লেখ্য, শনিবার বিকেলে একই স্থানে আলফু মিয়া নামে আরেক মোটরসাইকেল আরোহী ট্রাক চাপায় নিহত হন। তার বাড়ি বিশ্বনাথ উপজেলায়। . গাজীপুর শ্রীপুরে বালু ভর্তি একটি ড্র্রাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী রবিবার নিহত হয়েছে। নিহতের নাম রহিম মিয়া (৪৬)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাঁশিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় ব্যবসা করতেন রহিম মিয়া। প্রতিদিনের মতো রবিবার সকালে মোটরসাইকেল নিয়ে তিনি কোনাবাড়ীতে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী বরনল এলাকার কামারবাড়ি মোড়ে পৌঁছেন। এ সময় বালু ভর্তি অপর একটি ড্র্রাম্প ট্রাক বেপরোয়া গতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মোটরসাইকেলসহ আরোহী রহিম মিয়াকে চাপা দেয়। এতে ব্যবসায়ী রহিম মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
×