ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের উদ্যোগে দেশব্যাপী শোক দিবস পালন

প্রকাশিত: ০৪:৪১, ২০ আগস্ট ২০১৮

জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের উদ্যোগে দেশব্যাপী শোক দিবস পালন

জাতীয় বিদ্যুত শ্রমিক লীগের (বি-১৯০২) উদ্যোগে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবস এবারও যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়। কেন্দ্রীয়ভাবে ঢাকায় দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বাদ ফজর হতে পবিত্র কোরানখানি। ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সোয়া ৬টায় কালো ব্যাচ ধারণ। ৭টা এক মিনিটে ধানম-ির ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। সাড়ে ১২টায় ওয়াপদা ভবনের নিচতলা মতিঝিল, ঢাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। দুপুর আড়াইটায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ। আলোচনা ও মিলাদ মাহফিল শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্য ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করা হয়। আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোল্যা আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কেএম আজম খসরু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সামসুল আলম বকুল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আহসান হাবীব মোল্লা। -বিজ্ঞপ্তি
×