ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কেরালায় বিনা লাভে পণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা

প্রকাশিত: ০৪:৩৫, ২০ আগস্ট ২০১৮

 কেরালায় বিনা লাভে পণ্য বিক্রি করছে ব্যবসায়ীরা

শতাব্দীর ভয়াবহ বন্যায় ভারতের কেরালা অঙ্গরাজ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও বন্যায় নিহতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার, ব্যবসায়ীসহ সব শ্রেণীর মানুষ। প্রবল বর্ষণে কেরালার বন্যায় ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এর মধ্যে মানবিকতাকে সামনে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে কেরালা। গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া বন্যায় মানুষের পাশে এসে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেনি কেউ। বন্যা মোকাবেলায় অপারেশন মাদাদ ও অপারেশন সহযোগে অংশগ্রহণকারী এয়ার ইন্ডিয়ার পাইলটরা প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতে বলেছেন, অপারেশনে থাকাকালীন তারা বিনা টাকায় সেবা দেবেন। বন্যা কবলিত মানুষের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য পাইলটদের বেতন থেকে ৭০ শতাংশ টাকা কেরালা বন্যা নিয়ন্ত্রণ তহবিলে জমা দেয়ার আবেদন জানিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×