ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেরকেল-পুতিন বৈঠক কোন চুক্তি ছাড়াই শেষ

প্রকাশিত: ০৪:১৪, ২০ আগস্ট ২০১৮

 মেরকেল-পুতিন  বৈঠক কোন চুক্তি ছাড়াই শেষ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শনিবার ইউক্রেন, সিরিয়া, ইরান সঙ্কট ও গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। স্পষ্ট কোন অগ্রগতি ছাড়াই দুই নেতার আলোচনা শেষ হয়। খবর ইয়াহু নিউজের। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, কোন চুক্তিতে পৌঁছাতে পারেননি দুই নেতা। তবে বৈঠকটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। মে মাসে সোচির ব্ল্যাক সী অবকাশযাপন কেন্দ্রে মেরকেলের সঙ্গে পুতিনের বৈঠকের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হলো। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারের ক্রমাগত বিরোধিতা সত্ত্বেও দুই নেতা বাণিজ্যিক উদ্যোগ হিসেবে নর্ড স্ট্রিম টু পাইপলাইন প্রকল্পের পক্ষে কথা বলেন। আলোচনার শুরুতে মেরকেল ইউরোপে গ্যাস সরবরাহের ক্ষেত্রে ট্রানজিট হিসেবে ব্যবহারের জন্য ইউক্রেনের ভূমিকা অব্যাহত রাখতে ও ইউরোপীয়ান ইউনিয়ন, ইউক্রেন ও রাশিয়া ইস্যুতে কথা বলেন। পুতিন তার বক্তব্যে জার্মান সরকারের পক্ষ থেকে এই ধরনের পদক্ষেপকে একটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখার কথা বলেন। যুক্তরাষ্ট্র জার্মানিকে অব্যাহতভাবে চাপ দিচ্ছে পাইপলাইনটি বন্ধ করে দেয়ার জন্য। রাশিয়া চাচ্ছে এর মাধ্যমে বাল্টিক সাগর পর্যন্ত গ্যাস সরবরাহ করতে। যুক্তরাষ্ট্র জার্মানিকে পরামর্শ দিয়েছে পাইপলাইনটি তৈরি হলে রাশিয়ার জ্বালানির ওপর জার্মানির নির্ভরতা বাড়বে। ইউক্রেনের ভয় পাইপলাইনের মাধ্যমে রাশিয়া গ্যাস ট্রানজিট ব্যবসা বন্ধ করে দেবে।
×