ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তিন পুলিশসহ আহত ১৫

প্রকাশিত: ০৭:৫১, ১৯ আগস্ট ২০১৮

 ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে তিন  পুলিশসহ  আহত ১৫

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জেলার আড়াইহাজারের কালাপাহাড়িয়ার ইজারকান্দি বাজার এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার এ ঘটনায় ৩ পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, এসআই ইমানুর রহমান, এএসআই রাজ্জাক ও কস্টেবল সুনিল। আহতদের উদ্ধার করে আড়াইহাজার ও সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইজারকান্দি বাজার এলাকার একটি ফুটবল খেলার মাঠে ইজারকান্দি ও রাধানগর এলাকার লোকজনের মধ্যে ফুটবল খেলা নিয়ে বিকেলে বাগ্বিতন্ডা হয়। এর জের ধরে সন্ধ্যায় ইজারকান্দি বাজারে আল-আমিন ও রাব্বানী নামে দুই যুবককে একা পেয়ে প্রতিপক্ষরা মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষই টেঁটা ও লাঠিসোটা নিয়ে কয়েক দফা ধাওয়া পাল্টাধাওয়ায় লিপ্ত হয়। খবর পেয়ে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ ও ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×