ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিনসিনাতিতে দুর্বার জোকোভিচ- ফেদেরার

প্রকাশিত: ০৭:০১, ১৯ আগস্ট ২০১৮

সিনসিনাতিতে দুর্বার জোকোভিচ- ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ একদিনে দুই ম্যাচ জিতে সিনসিনাতি ওপেনের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র?্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকা রজার ফেদেরার। শুক্রবার সাতবারের চ্যাম্পিয়ন সুইস তারকা দিন শুরু করেছিলেন তৃতীয় রাউন্ডে লিও মায়েরের বিপক্ষে ৬-১, ৭-৬ (৮-৬) গেমের জয় দিয়ে। এরপর কোয়ার্টার ফাইনালে স্বদেশী স্টানিস্লাস ওয়ারিঙ্কাকে হারান ৬-৭ (২-৭), ৭-৬ (৮-৬), ৬-২ গেমে। স্বদেশী তারকা ওয়ারিঙ্কার বিপক্ষে ২৬ বারের মুখোমুখি লড়াইয়ে এটা ফেদেরারের ২৩তম জয়। ৩৭ বছর বয়সী ফেদেরার সেমিফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনের মুখোমুখি হবেন। যিনি আর্জেন্টিনার জোয়ান মার্টিন দেল পোত্রকে হারিয়ে শেষ চারে উঠেছেন। একদিনে দুই ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছেন সাবেক নম্বর ওয়ান তারকা নোভাক জোকোভিচও। সার্বিয়ান তারকা তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভকে হারানোর পর শেষ আটে কানাডার মিলোস রাওনিকের বিপক্ষে জিতেছেন ৭-৫, ৪-৬, ৬-৩ গেমে। সিনসিনাতি ওপেনে পাঁচবারের চ্যাম্পিয়ন জোকোভিচ শেষ চারে ক্রোয়েশিয়ার মারিন সিলিচের বিপক্ষে লড়বেন। সিলিচ স্পেনের পাবলো ক্যারেনো বুস্তাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। রজার ফেদেরারের বিষয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তবে এই মুহূর্তে টেনিসের র‌্যাঙ্কিং নিয়ে ভাবছেন না সুইস কিংবদন্তি। এ বিষয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে বছরের শেষের দিকেও আমি এক নম্বরে ফিরতে পারব না। এটা যদিও বছরের শুরুতে আমার লক্ষ্য ছিল না। আমি এক নম্বরে উঠে না এলে সেই লক্ষ্য বদলাবেও না। এই মৌসুমটা আমি দারুণভাবে শুরু করেছি। বিশ্বের এক নম্বর জায়গায় উঠে এসেছিলাম। তখনই শেষবারের জন্য আমি বিশ্বের এক নম্বর জায়গাতে উঠে আসি। যদি পরিস্থিতি আবার তেমনটা হয় তাহলে আমি তাকে তাড়া করব। তবে চলতি বছরের শেষে আমি সেই লক্ষ্য তাড়া করতে পারব না। যদি সেটা এমনই হয় তো হবে। এই বয়সে ২০টার বেশি মিটে আমি খেলতে পারব না। ফলে র‌্যাঙ্কিং নয়, আমার লক্ষ্য টুর্নামেন্ট জেতা।’ এই ট্যুরে রেকর্ড আটবার খেতাব জিততে চাচ্ছেন ফেদেরার। বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল। টরেন্টোতে দুর্দান্ত একটা সপ্তাহ কাটিয়ে রজার্স কাপে চ্যাম্পিয়ন হয়েছেন এই স্প্যানিয়ার্ড। যার ফলে বিশ্বের এক নম্বর হিসেবে পয়েন্ট আরও বাড়িয়ে নিয়েছেন তিনি।
×